রাজ্যে করোনাজয়ীর সংখ্যা ৪ লাখের কাছাকাছি, ফের কমল দৈনিক আক্রান্তের সংখ্যা

রাজ্যে এখনও পর্যন্ত করোনা প্রাণ কেড়েছে ৭,৭১৪ জনের। গত একদিনে রাজ্যে করোনার শিকার ৫৩ জন

Updated By: Nov 16, 2020, 10:41 PM IST
রাজ্যে করোনাজয়ীর সংখ্যা ৪ লাখের কাছাকাছি, ফের কমল দৈনিক আক্রান্তের সংখ্যা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন:পুজো ও লোকাল ট্রেন চালুর সম্ভাবনা তৈরি করেছিল আশঙ্কার কালো মেঘ। পুজো পেরিয়ে গিয়েছে। চালু হয়েছে লোকাল ট্রেনও। কিন্তু এখনই কোনও কিছু নিশ্চিতভাবে বলা না গেলেও গত কয়েকদিন ধরেই রাজ্যে কমছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।

আরও পড়ুন-বিজেপিতে যোগ দিচ্ছেন ১০২ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর রিঙ্কু নস্কর

গত ২৪ ঘণ্টায় রাজ্য করোনা আক্রান্ত হয়েছেন ৩,০১২ জন। গত ১৫ নভেম্বর আক্রান্তের সংখ্যা ছিল ৩,০৫৩, ১৪ নভেম্বর ছিল ৩,৮২৩ ও ১৩ নভেম্বর রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩,৮৩৫ জন। সবেমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হল ৪,৩৪,৫৬৩ জন।

রাজ্যে আশা জাগাচ্ছে সুস্থতার হার। গত একদিনে রাজ্য়ে সুস্থ হয়েছেন ৪,৩৭৬ করোনা রোগী। বেশ কিছুদিন ধরেই দৈনিক সুস্থ রোগীর সংখ্য়া ৪ হাজারের ওপরেই রয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে করোনাজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ৩,৯৮,৯৫২।

আরও পড়ুন-কেন বঞ্চিত হব স্মরণে? এখনও সইতে হবে বঙ্গজনের প্রতি বাকি-ভারতের তির্যকতা! 

এদিকে, রাজ্যে এখনও পর্যন্ত করোনা প্রাণ কেড়েছে ৭,৭১৪ জনের। গত একদিনে রাজ্যে করোনার শিকার ৫৩ জন। দৈনিক মৃতের সংখ্যা বেশ কিছু দিন ধরে ৫০ এর ওপরেই রয়েছে।

অন্যদিকে, কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন ৭২৮ জন, মৃত্যু হল ১৪ জনের। উত্তর ২৪ পরগনায় গত একদিন মারা গিয়েছেন ১৪ জন, করোনা আক্রান্ত ৭১৮ জন।

.