পড়তেই হবে, রাজ্যের সব স্কুলে বাধ্যতামূলক হল বাংলা ভাষা

এবার থেকে রাজ্যের সব স্কুলে বাংলা ভাষা বাধ্যতামূলক করল রাজ্য সরকার। প্রথম শ্রেণি থেকেই পড়তে হবে বাংলা। ছাত্রছাত্রীরা যে কোনও ভাষা পছন্দ করতেই পারে। তবে তাকে বাংলাও পড়তে হবে। অর্থাত্‍ যদি কেউ ইংরেজি এবং হিন্দি ভাষা নিয়ে থাকে, তবে তাকে তার সঙ্গে বাংলাও পড়তে হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দফতর। শুধুমাত্র সরকারি নয়, আধা সরকারি  এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে। এ নিয়ে আইন আনবে শিক্ষা দফতর। এই নিয়ম চালুর সঙ্গে সঙ্গে ত্রি ভাষার নীতিও চালু হয়ে যাবে। কারণ, যে সমস্ত স্কুলে প্রথম ও দ্বিতীয় ভাষা ইংরেজি ও হিন্দি, সেখানেও অতিরিক্ত ভাষা হিসেবে বাংলা পড়তে হবে ছাত্রছাত্রীদের। 

Updated By: May 15, 2017, 11:01 PM IST
পড়তেই হবে, রাজ্যের সব স্কুলে বাধ্যতামূলক হল বাংলা ভাষা

ওয়েব ডেস্ক: এবার থেকে রাজ্যের সব স্কুলে বাংলা ভাষা বাধ্যতামূলক করল রাজ্য সরকার। প্রথম শ্রেণি থেকেই পড়তে হবে বাংলা। ছাত্রছাত্রীরা যে কোনও ভাষা পছন্দ করতেই পারে। তবে তাকে বাংলাও পড়তে হবে। অর্থাত্‍ যদি কেউ ইংরেজি এবং হিন্দি ভাষা নিয়ে থাকে, তবে তাকে তার সঙ্গে বাংলাও পড়তে হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দফতর। শুধুমাত্র সরকারি নয়, আধা সরকারি  এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে। এ নিয়ে আইন আনবে শিক্ষা দফতর। এই নিয়ম চালুর সঙ্গে সঙ্গে ত্রি ভাষার নীতিও চালু হয়ে যাবে। কারণ, যে সমস্ত স্কুলে প্রথম ও দ্বিতীয় ভাষা ইংরেজি ও হিন্দি, সেখানেও অতিরিক্ত ভাষা হিসেবে বাংলা পড়তে হবে ছাত্রছাত্রীদের। 

.