Weather: মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণে, দুর্যোগ বাড়বে উত্তরেও!

ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, ওড়িশা, ছত্তীসগড়, আসাম ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপরে। পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

Updated By: Jun 24, 2024, 09:16 AM IST
Weather: মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণে, দুর্যোগ বাড়বে উত্তরেও!

অয়ন ঘোষাল: দক্ষিণবঙ্গে আজও সার্বিকভাবে কমবে বৃষ্টির পরিমাণ। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। কাল মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একটু বাড়বে দক্ষিণবঙ্গে। শুক্রবার তা আরও কিছুটা বাড়বে। আজ উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা ও পরিমাণ অনেকটাই কমবে। মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। 

মৌসুমী বায়ু

মৌসুমী বায়ু উত্তরবঙ্গের সব এলাকা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় ঢুকে পড়েছে। এখনো পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, বর্ধমান সহ পশ্চিমের কিছু এলাকায় মৌসুমী বায়ু ঢুকতে বাকি রয়েছে। আগামী বুধ বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের বাকি এলাকাতেও মৌসুমী বায়ু প্রবেশ করবে। মৌসুমী বায়ু প্রবেশ করায় গরম না বাড়লেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে তাই বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। মৌসুমী অক্ষরেখা নাভসারি জলগাঁও মণ্ডলা পেন্ড্রারোড ঝার্সুগুদা বালাসোর হলদিয়া পাঁকুড় সাহেবগঞ্জ ও রক্সৌল এর ওপর দিয়ে বিস্তৃত। আগামী তিন চার দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি এলাকা, মধ্যপ্রদেশ,  ওড়িশা, ঝাড়খন্ডের ও বিহারের বাকি অংশে ঢুকবে মৌসুমী। 

সিস্টেম

ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান, ওড়িশা, ছত্তীসগড়, আসাম ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপরে। পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

দক্ষিণবঙ্গ

আজ ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। আবারও আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরবে। তাপমাত্রা একই থাকার কারণে আগেকার মত গরম ও অস্বস্তি অতটা হবে না। শুধুমাত্র জলীয় বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তিটা হবে কলকাতা ও সংলগ্ন জেলা গুলিতে এই অস্বস্তি বেশি হবে। মঙ্গল-বুধবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন সপ্তাহ জুড়ে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝড়ো হওয়ার সর্তকতা। সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। বর্ষা এলেও এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণের জেলায়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত  বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। 

উত্তরবঙ্গ

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি থেকে সাময়িক বিরতি। জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি জেলাতে বৃষ্টি চলবে। মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। আজ ও বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কিছুটা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে।

দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ও বুধবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই তিন জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃহস্পতি ও শুক্রবার একইভাবে দার্জিলিং ও কালিম্পং বৃষ্টির পরিমাণ বেশি হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এই দুই পার্বত্য জেলাতে।

কলকাতা

বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। সারাদিন প্রধানত মেঘলা আকাশ। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।

পরিসংখ্যান
রাতের তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি থেকে সামান্য কমে ২৮ ডিগ্রি। গতকাল দিনের তাপমাত্রা ৩৩.১ ডিগ্রি থেকে সামান্য কমে ৩৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ভোরে ৭০ শতাংশ। বেলায় ৯৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতার আলিপুরে ১৭.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

দেশের অন্যান্য রাজ্য

তাপপ্রবাহ শুধু উত্তরপ্রদেশ এবং জম্মু ডিভিশনে। পাঞ্জাব হরিয়ানা দিল্লিতে তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে। এই সমস্ত রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির ও সম্ভাবনা। কেরল, কর্ণাটক, কঙ্কন , গোয়া, তামিলনাডু, গুজরাট, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্রিশগড়, ওড়িশা, আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা এবং সিকিম ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন, South Dinajpur: চাষের জমিতে মিলল গৃহবধূর দেহাংশ! গ্রেফতার 'প্রেমিক'...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.