Bengal Weather Today: কালবৈশাখীর পরিস্থিতি হতে পারে সোমবার, রয়েছে শিলাবৃষ্টির সতর্কতা

Bengal Weather Today: আগামী ২৪ ঘন্টায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বেশ কয়েকটি জেলাতে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে।

Updated By: May 1, 2023, 09:11 AM IST
Bengal Weather Today: কালবৈশাখীর পরিস্থিতি হতে পারে সোমবার, রয়েছে শিলাবৃষ্টির সতর্কতা

অয়ন ঘোষাল: কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে সোমবারেও। শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। রাজ্যজুড়ে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে সপ্তাহভর।

উত্তরবঙ্গ

সোমবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বেশ কয়েকটি জেলাতে। আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি অর্থাৎ ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি সতর্কতাও রয়েছে। ৫০ কিমি পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে।

মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আলিপুরদুয়ার এবং কোচবিহারে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।

দক্ষিণবঙ্গ

আগামী ২৪ ঘন্টায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।

আরও পড়ুন: Siliguri Bar Association: শিলিগুড়ি বারে এককভাবে বোর্ড গড়ল কংগ্রেস

বুধবার থেকে শুক্রবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

কলকাতা

মেঘলা আকাশ দেখা যাবে। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রার পরিসংখ্যান

কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫১ থেকে ৯৩ শতাংশ।

সিস্টেম

উত্তরপ্রদেশ ও ছত্তিশগড়ে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। এর টানেই সাগর থেকে জলীয়বাষ্প ঢুকছে।

আরও পড়ুন: GNLF: 'পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান চাই', কার্শিয়ংয়ে পোস্টার জিএনএলএফের

একটি অক্ষরেখা বিদর্ভ থেকে তেলেঙ্গানা পর্যন্ত রয়েছে। সোমবার উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা।

ভিন রাজ্যে

আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর-পূর্ব ভারতের প্রায় সব রাজ্যে এবং কর্ণাটক, তেলেঙ্গানা, কেরালা, মাহেতে।

রাজধানী দিল্লিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। এছাড়াও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় এবং দিল্লিতে। আগামী ৪৮ ঘন্টা এই পরিস্থিতি থাকবে।

এছাড়াও কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কেরালা, মাহেতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়, জম্মু-কাশ্মীরে, লাদাখ, মোজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ডে। উত্তরাখণ্ডে শিলাবৃষ্টি সম্ভাবনা থাকছে সোম ও মঙ্গলবার।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.