বাংলার অবস্থা দেখে মিষ্টি কথা আশা করেন? আরও কড়া কথা শোনার সহ্যশক্তি বাড়ান, ‘দিলীপেই’ থাকার বার্তা দিলীপের
দিলীপের এহেন মন্তব্য বিরোধীরা যতই হুলুস্থুল শুরু করুক, দল যতই অস্বস্তিতে পড়ুক, নিজের অবস্থান থেকে একচুলও সরেননি। এ দিন দিলীপ ঘোষ বলেন, আমাদের কর্মী ঘরছাড়া
নিজস্ব প্রতিবেদন: বিজেপি করলে গাঁজা কেস। এরপরও বিজেপি সভাপতির থেকে মিষ্টি কথা শুনতে আশা করেন। কড়া কথা শোনার সহ্যশক্তি বাড়ান। বৃহস্পতিবার আরও এক বার দলের রাজ্য সভাপতি পদে বসে বুঝিয়ে দিলেন আগামী দিনে দিলীপ দিলীপই থাকবেন।
সম্প্রতি সিএএ-এনআরসি নিয়ে রানাঘাটে গিয়ে বেফাঁস মন্তব্য করেন দিলীপ। সরকারি সম্পত্তি নষ্ট করা নিয়ে দিলীপ বলেছিলেন, ক্ষমতায় এলে তাদের গুলি করে মারা হবে। যা নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল বিতর্ক তৈরি হয়। লোকসভা ভোটের কয়েকটি কেন্দ্রে পরাজয় নিয়ে ‘হিন্দু মরার’ নিদান দিয়েছিলেন তিনি।
দিলীপের এহেন মন্তব্য বিরোধীরা যতই হুলুস্থুল শুরু করুক, দল যতই অস্বস্তিতে পড়ুক, নিজের অবস্থান থেকে একচুলও সরেননি। এ দিন দিলীপ ঘোষ বলেন, আমাদের কর্মী ঘরছাড়া। কত জন মারা গিয়েছেন। সে সব পরিবারের বাড়িতে যাওয়া যায় না। তাঁরা এত কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। তারপরও বিজেপি করতে ভয় পাচ্ছেন না। এ সব দেখার পরও মিষ্টি মিষ্টি কথা আশা করেন। কড়া কথা শোনার আরও সহ্য শক্তি বাড়ান।
বিজেপি সভাপতি জানিয়ে দেন, দিলীপ ঘোষ ইমানের সঙ্গে বেইমানি করে না। যোগ্য জবাব আমরা দেব। এটাই আমাদের কাছে গণতন্ত্র। চার বছর ধরে কর্মীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমরা পোস্ট পোস্ট দিই না। শুধু ঝান্ডা দিই। পার্টির আদর্শ দেখে কর্মীরা আসেন। এ দিন কর্মীদের প্রতি পদে পদে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন তিনি। বুঝিয়ে দেন, একুশের নির্বাচনে আরও বড় পরীক্ষা দিতে হবে কর্মীদের। তাঁর কথায়, “মানুষ বিকল্প (বিজেপি) খুঁজে নিয়েছে। কিন্তু পরীক্ষা দেওয়া বাকি। আমাদের পরীক্ষায় পাস করতে হবে।”