প্রচণ্ড গরমের মধ্যেই আবার ভোটের উত্তাপ বাংলায়!
প্রচণ্ড গরমের মধ্যেই আবার ভোটের উত্তাপ বাংলায়। ভোট রঙ্গে নতুন USP ঘাসফুল আর পদ্মের টক্কর। একচেটিয়া তৃণমূলের বাংলায় বাম-কংগ্রেসকে দাবিয়ে হঠাত্ উত্থান বিজেপির। কোথাও আবার তৃণমূলকে রুখতে বাম-কংগ্রেস ভাইভাই। ১৪ মে ৭ পুরসভায় ভোট। প্রথমেই দেখে নেব, সমতলের ৩ পুরসভা ভোটে কী কী ফ্যাক্টর কাজ করছে?
ওয়েব ডেস্ক : প্রচণ্ড গরমের মধ্যেই আবার ভোটের উত্তাপ বাংলায়। ভোট রঙ্গে নতুন USP ঘাসফুল আর পদ্মের টক্কর। একচেটিয়া তৃণমূলের বাংলায় বাম-কংগ্রেসকে দাবিয়ে হঠাত্ উত্থান বিজেপির। কোথাও আবার তৃণমূলকে রুখতে বাম-কংগ্রেস ভাইভাই। ১৪ মে ৭ পুরসভায় ভোট। প্রথমেই দেখে নেব, সমতলের ৩ পুরসভা ভোটে কী কী ফ্যাক্টর কাজ করছে?
নবাবের জেলায় ৮টি পুরসভার সাতটিই তৃণমূলের দখলে। ৭টির মধ্যে ৬টি পুরসভা বিরোধীদের ঘর ভাঙিয়ে হাতিয়ে নিয়েছে তৃণমূল। ঘাসফুলের আগ্রাসন ঠেকাতে ২১ আসনের ডোমকল পুরসভার ভোটে এবার যুদ্ধের শিবিরই বদলে গেছে। ৪০ বছরের বিবাদ এখন অতীত। গত কয়েকটি ভোটের মতো এখানেও একজোট বাম-কংগ্রেস।
ডোমকল পুরসভায় ২১ আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। বামেরা লড়ছে ১১টি ওয়ার্ডে। ১০টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস। সব কটি আসনে প্রার্থী দিয়ে লড়াইয়ের ময়দানে রয়েছে বিজেপি। কংগ্রেস-সিপিএম জোটে যাওয়ায় লড়াই এবার ত্রিমুখী। ডোমকলে ভোট মানেই অশান্তি। এবারও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিক্ষিপ্ত হিংসা। ভোটের দিনেও তার আঁচ পড়ার আশঙ্কা রাজনৈতিক মহলে।
আরও পড়ুন- ভোটগ্রহণ ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের ঘোষণা নির্বাচন কমিশনের
পুর নির্বাচনে রায়গঞ্জও এবার পাল্টিগঞ্জ। একশো আশি ডিগ্রি ঘুরে গেছে যুদ্ধের শিবির। ২০১১ সালের পুর নির্বাচনে বামকে রুখতে তৃণমূলের সঙ্গে জোট করেছিল কংগ্রেস। তৃণমূলকে রুখতে এবার তারাই জোট করেছে বামেদের সঙ্গে।
২৭ আসনের রায়গঞ্জ পুরসভা। তৃণমূল প্রার্থী দিয়েছে ২৭টি ওয়ার্ডে। বামেরা লড়ছে ৯টি ওয়ার্ডে। ১৭টি ওয়ার্ডে লড়ছে কংগ্রেস। ২৪টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে বিজেপি। কংগ্রেস দুর্গ রায়গঞ্জে বরাবরই হাতের সঙ্গে কাস্তে-হাতুড়ির টক্কর দেখে এসেছে শহরবাসী। বিরোধী জোট তাঁরা কীভাবে নেন, সেই প্রশ্ন থাকছেই।
অন্যদিকে, বামফ্রন্ট সরকারের সোনালি দিনেও পূজালি ছিল কংগ্রেসের দুর্গ। বছরের পর বছর সেটাই ছিল ট্র্যাডিশন। ২০১৩ সালের শেষ দিকে মুকুল রায়ের হাত ধরে রং বদলে ফেলে পূজালি। কংগ্রেস কাউন্সিলররা তৃণমূলে যোগ দেওয়ায়, পুরসভা যায় তৃণমূলের দখলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারের আওতাভুক্ত পূজালি। সেখানে তৃণমূলই অ্যাডাভান্টেজ। ঘাসফুল ঝড় ঠেকাতে সেখানেও এবার বাম-কংগ্রেস জোট।
১৬ ওয়ার্ডের পূজালি পুরসভা। ১৬টি ওয়ার্ডেই প্রার্থী দিয়েছে তৃণমূল। ৮ টি করে আসনে লড়ছে বাম আর কংগ্রেস। ১৬ টি আসনেই লড়ছে বিজেপি। কাঁথি উপনির্বাচনে বিজেপি দ্বিতীয় স্থানে উঠে আসার পর পূজালিতেও পদ্ম ফোটা নিয়ে জোর জল্পনা। অন্যদিকে জোটের ধারাবাহিক ব্যর্থতা ঢাকার চ্যালেঞ্জ বাম-কংগ্রেসের সামনে।