Durga Puja 2021: পুজোয় বেশ কয়েকদিন দর্শনার্থীদের জন্য বন্ধ থাকছে Belur Math

করোনার কথা মাথায় রেখে এবছর ২২ এপিল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় বেলুড় মঠ

Updated By: Sep 15, 2021, 11:23 PM IST
Durga Puja 2021: পুজোয় বেশ কয়েকদিন দর্শনার্থীদের জন্য বন্ধ থাকছে Belur Math

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ফের করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। সম্ভবত সেকথা মাথায় রেখেই পুজোয় বন্ধ থাকছে বেলুড় মঠ।

আরও পড়ুন-Unknown Fever: গাইডলাইন মেনে শিশুদের চিকিৎসা, কোভিড পরিকাঠামো ব্যবহারের নির্দেশ বিশেষজ্ঞ কমিটির

বুধবার মঠের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৬ অক্টোবর মহালয়ার দিন বন্ধ থাকবে মঠ। পাশাপাশি, ৯-১৬ অক্টোবর চতুর্থী থেকে একাদশী পর্যন্ত ৮ দিন দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে মঠ। ভিড় এড়াতে আগামী ১০ নভেম্বর ছটপুজোর দিনও বন্ধ রাখা হচ্ছে মঠ। এমনটাই জানিয়েছেন মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ।

আরও পড়ুন-Rajya Sabha: দলের নির্দেশ! হঠাৎ-ই ইস্তফা TMC সাংসদ Arpita Ghosh-র

দর্শনার্থীদের জন্য মঠ বন্ধ থাকলেও পুজো যথারীতি হবে। সেই পুজো ভক্তরা দেখতে পাবেন মঠের সাইট ও ইউটিউব থেকে।

উল্লেখ্য, করোনার কথা মাথায় রেখে এবছর ২২ এপিল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় বেলুড় মঠ। গত বছরও ২৫ মার্চ থেকে ৮২ দিন দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয় বেলুড় মঠ। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.