নাম বদল হচ্ছে বর্ধমান স্টেশনের, জেনে নিন কী নাম রাখতে চলেছে কেন্দ্র?

এ দিন নিত্যানন্দ জানান, বিপ্লবী বটুকেশ্বর দত্তের নামে রাখা হবে বর্ধমান স্টেশনের নাম। ১৯১০ সালে বর্ধমান জেলায় তাঁর জন্ম হয়।

Updated By: Jul 21, 2019, 12:39 PM IST
নাম বদল হচ্ছে বর্ধমান স্টেশনের, জেনে নিন কী নাম রাখতে চলেছে কেন্দ্র?
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন:  নাম পালটাচ্ছে বর্ধমান স্টেশনের! এমনটাই জানালেন কেন্দ্রীয়মন্ত্রী নিত্যানন্দ রাই। শনিবার, তিনি জানান, বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হবে স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর  দত্তের নামে। বর্ধমানেই জন্ম বটুকেশ্বর দত্তের। পরবর্তী সময়ে বিহারের জক্কনপুরে বসবাস করেন তিনি। তাঁর মৃত্যু-বার্ষিকীতে শনিবার জক্কনপুরে  গিয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিহারের বিজেপি প্রধান নিত্যানন্দ রাই। সঙ্গে ছিলেন বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান-ও। বটুকেশ্বরের কন্যা ভারতী বাগচির সঙ্গে দেখা করেন তাঁরা।

এ দিন নিত্যানন্দ জানান, বিপ্লবী বটুকেশ্বর দত্তের নামে রাখা হবে বর্ধমান স্টেশনের নাম। ১৯১০ সালে বর্ধমান জেলায় তাঁর জন্ম হয়। বিপ্লবী চন্দ্রশেখর আজ়াদের হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের অংশগ্রহণ করেন বটুকেশ্বর।

আরও পড়ুন- বাড়িতে চলে শুধু আলো-পাখা, হতদরিদ্র পরিবারে এক মাসের বিদ্যুত্ বিল ১২৮ কোটি টাকা!

পরবর্তী সময়ে ভগত্ সিংয়ের সহযোগী হয়ে হামলা চালান দিল্লির ন্যাশনাল অ্যাসম্বলিতে। এর পর ব্রিটিশ পুলিস হত্যায় অন্যতম অভিযুক্ত ভগত্ সিং-কে ফাঁসির সাজা দেওয়া হয়। বটুকেশ্বরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। স্বাধীনতার পর পটনায় গিয়ে বসবাস শুরু করেন। ১৯৬৫ সালে দিল্লির এইমস-এ মৃত্যু হয় বিপ্লবী বটুকেশ্বরের।    

.