Bangladesh on Minority Protection: বয়সের শেষ লগ্নে এসে জেলেই ঠাঁই ! দুই বাংলাদেশী বৃদ্ধার অপরাধ...
Bangladesh Crsis: বাংলাদেশে ৭ দিনের মধ্যে সংখ্যালঘুদের দেশ ছাড়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। চোখের সামনে সংখ্যালঘুরের অত্যাচার দেখছে আমার বৃদ্ধা মা। যে কারণে প্রাণ বাঁচাতে এদেশে চলে এসেছেন।
ভবানন্দ সিংহ: বয়সের শেষ লগ্নে এসে জেলেই ঠাঁই হল দুই বাংলাদেশী বৃদ্ধার। শুধুমাত্র ইস্কনের ভক্ত আর ওপাড়ের সংখ্যালঘু হওয়ায় প্রায় সোত্তোরোর্ধ হয়েও কোনও রকমে প্রাণ হাতে পালিয়ে ভারতে দুই বৃদ্ধা। বিএসএফের হাতে ধরা পড়া দুই বৃদ্ধাকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার পুলিস বৃহস্পতিবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করলে তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন, Dilip Ghosh on Bangladesh: 'সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয়না'! বাংলাদেশকে চাঁচাছোলা আক্রমণ দিলীপের...
পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আদো বর্মন (৮০), বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলা এবং কাঞ্চ বালা (৭২), বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলায়। কালিয়াগঞ্জের রাধিকাপুরের পুরগ্রাম ও চাঁদগাও দুই পৃথক সীমান্ত এলাকায় ভারতে এই দুই বৃদ্ধাকে ঘুরে বেড়াতে দেখে আটক করে সীমান্ত রক্ষী বাহিনী। তারপর কালিয়াগঞ্জ থানার পুলিসের হাতে তুলে দেয়। এরপরই বৃহস্পতিবার ধৃতদের রায়গঞ্জ আদালতে পেশ করলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে সরকারি আইনজীবী জানিয়েছেন।
ধৃত আদো বর্মনের ছেলের দাবি, তার মা ইস্কনের ভক্ত। বাংলাদেশে ৭ দিনের মধ্যে সংখ্যালঘুদের দেশ ছাড়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। চোখের সামনে সংখ্যালঘুরের অত্যাচার দেখছে আমার বৃদ্ধা মা। যে কারণে প্রাণ বাঁচাতে এদেশে চলে এসেছেন। 'আমাকে গুলি করে মারো তাও যেন বাংলাদেশে যেতে না হয় এই অত্যাচার দেখার চাইতে গুলি খাওয়া ভালো', এইসব বলে বুলি আওড়ে যাচ্ছেন আমার মা।
অন্যদিকে, কাঞ্চ বালার দাবি, বাড়ি ঘর সব ভেঙে দিয়েছে, থাকার জায়গা নেই। প্রাণ ভয়ে কাটাতার পেরিয়ে এসেছি। কার্যত বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন কী পর্যায়ে পৌঁছেছে তা এই দুই বৃদ্ধার আকুতিতেই স্পষ্ট। তবে শেষ বয়সে এসে নিজের দেশেই পরাধীন হয়ে পড়শি দেশের জেলে ঠাঁই হবে এটা হয়ত স্বপ্নেও ভাবতে পারেননি আদো বর্মন বা কাঞ্চ বালার মত বৃদ্ধারা। তবে শুধু এই দুই বৃদ্ধাই নয়, এরকম আরও অনেক অনুপ্রবেশ ঘটে থাকতে পারে বলেই মনে করছে পুলিস।
আরও পড়ুন, Bengal Weather: বাংলায় হাড় কাঁপানো ঠান্ডা! শৈত্যপ্রবাহে জেরবার জেলা...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)