বিজেপি নেতার টুইটারে ভিডিও পোস্ট নিয়ে, মুখ খুললেন বাবুল সুপ্রিয়

প্ররোচনামূলক ভিডিও পোস্টের অভিযোগে গ্রেফতার পশ্চিম বর্ধমান জেলা বিজেপির IT সেলের আহ্বায়ক তরুণ সেনগুপ্ত। বিজেপি যে তা নিয়ে অস্বস্তিতে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র টুইটে তা স্পষ্ট।

Updated By: Jul 13, 2017, 07:03 PM IST
বিজেপি নেতার টুইটারে ভিডিও পোস্ট নিয়ে, মুখ খুললেন বাবুল সুপ্রিয়

ওয়েব ডেস্ক : প্ররোচনামূলক ভিডিও পোস্টের অভিযোগে গ্রেফতার পশ্চিম বর্ধমান জেলা বিজেপির IT সেলের আহ্বায়ক তরুণ সেনগুপ্ত। বিজেপি যে তা নিয়ে অস্বস্তিতে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র টুইটে তা স্পষ্ট।

আসানসোলের বিজেপি সাংসদ টুইটারে লিখেছেন, তরুণ সেনগুপ্তকে তিনি চেনেন না। কে তাঁকে আসানসোল IT সেল ইনচার্জের দায়িত্ব দিয়েছে, তা জানেন না। কবে থেকে এই দায়িত্বে রয়েছেন তাও জানা নেই। তরুণ সেনগুপ্তর পোস্টের বিষয়বস্তু নিয়ে তাঁর কোনও মন্তব্য নেই।

তরুণ সেনগুপ্তকে তিনি চেনেন না। বাবুল সুপ্রিয়র এই দাবি মানতে নারাজ সিআইডি। রাজ্যের গোয়েন্দাদের দাবি, গ্রেফতার হওয়ার আগে আসানসোলের সাংসদের সঙ্গেই বৈঠক করেছিলেন পশ্চিম বর্ধমান জেলা বিজেপির IT সেলের আহ্বায়ক তরুণ সেনগুপ্ত। এমনকি ওই বৈঠকের পর তরুণকে গ্রেফতার করা হয় বলে দাবি CID-র।

আরও পড়ুন- ফেসবুকে আপত্তিকর পোস্ট করে বিতর্কে পঞ্চায়েতের প্রধান

.