ডাক কেলেঙ্কারির তল্লাসিতে বাগডোগরা থেকে উদ্ধার ৩২ লাখের গাড়ি

দেশের মধ্যে সবচেয়ে বড় ডাক কেলেঙ্কারির মূল পাণ্ডা রহিমুল খন্দকারকে নিয়ে জোরদার তল্লাসি পুলিসের। উদ্ধার হয়েছে অভিযুক্তের ৩২ লক্ষ টাকা দামের গাড়ি, একটি ল্যাপটপ এবং আইফোন। গাড়িটি লুকিয়ে রাখা ছিল শিলিগুড়ির বাগডোগরায়। উদ্ধার হওয়া সব জিনিস সিআইডির হাতে তুলে দিয়েছে পুলিস। রহিমুলকে জেরা করে উঠে এসেছে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম। এছাড়া উঠে এসেছে কোচবিহার ডাক বিভাগের আরও কয়েকজন আধিকারিকের নাম।

Updated By: Jul 13, 2017, 06:49 PM IST
ডাক কেলেঙ্কারির তল্লাসিতে বাগডোগরা থেকে উদ্ধার ৩২ লাখের গাড়ি

ওয়েব ডেস্ক : দেশের মধ্যে সবচেয়ে বড় ডাক কেলেঙ্কারির মূল পাণ্ডা রহিমুল খন্দকারকে নিয়ে জোরদার তল্লাসি পুলিসের। উদ্ধার হয়েছে অভিযুক্তের ৩২ লক্ষ টাকা দামের গাড়ি, একটি ল্যাপটপ এবং আইফোন। গাড়িটি লুকিয়ে রাখা ছিল শিলিগুড়ির বাগডোগরায়। উদ্ধার হওয়া সব জিনিস সিআইডির হাতে তুলে দিয়েছে পুলিস। রহিমুলকে জেরা করে উঠে এসেছে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম। এছাড়া উঠে এসেছে কোচবিহার ডাক বিভাগের আরও কয়েকজন আধিকারিকের নাম।

আরও পড়ুন, একঝলকে পাহাড় : ১০টি পণ্যবাহী গাড়িতে ভাঙচুর; আক্রান্ত তামাং বোর্ডের চেয়ারম্যান ও গৌতম দেব

.