বাবাকে না পেয়ে কিশোরী মেয়ের গায়ে ধারাল অস্ত্রের কোপ
তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জের। বাবাকে না পেয়ে কিশোরী মেয়ের গায়ে ধারাল অস্ত্রের কোপ। দক্ষিণ ২৪ পরগনার ফুলমালঞ্চ পঞ্চায়েতের সরকার পাড়ার ঘটনা। গুরুতর জখম হাসনারা সরকার ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন। ঘটনার সূত্রপাত শনিবার বিকেলে। বাসন্তীর পানিখালিতে বিধায়ক জয়ন্ত নস্করের নেতৃত্বে সভা ছিল।সেই সভায় যোগ দেননি স্থানীয় তৃণমূল কর্মী হাসেম আলি সরকার। অভিযোগ, তারই জেরে রাতে হাসেমের বাড়িতে চড়াও হয় শেখ হাসান, জাকির শেখ ও ওসমান সরকার। হাসেমকে না পেয়ে তার বছর পনেরোর মেয়ে হাসনারার গায়ে কোপ মারে দুষ্কৃতীরা। বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। হাসনারার চিকিত্সা চলছে।
ওয়েব ডেস্ক: তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জের। বাবাকে না পেয়ে কিশোরী মেয়ের গায়ে ধারাল অস্ত্রের কোপ। দক্ষিণ ২৪ পরগনার ফুলমালঞ্চ পঞ্চায়েতের সরকার পাড়ার ঘটনা। গুরুতর জখম হাসনারা সরকার ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন। ঘটনার সূত্রপাত শনিবার বিকেলে। বাসন্তীর পানিখালিতে বিধায়ক জয়ন্ত নস্করের নেতৃত্বে সভা ছিল।সেই সভায় যোগ দেননি স্থানীয় তৃণমূল কর্মী হাসেম আলি সরকার। অভিযোগ, তারই জেরে রাতে হাসেমের বাড়িতে চড়াও হয় শেখ হাসান, জাকির শেখ ও ওসমান সরকার। হাসেমকে না পেয়ে তার বছর পনেরোর মেয়ে হাসনারার গায়ে কোপ মারে দুষ্কৃতীরা। বাসন্তী থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। হাসনারার চিকিত্সা চলছে।