মনিরুল ইসলামকে দলে টানেননি, সাফাই গেয়ে বিজেপি কর্মীদের খোঁচা অনুপমের

বুধবার তৃণমূল ছেড়ে বিজেপির সদস্যপদ নেন লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম।

Updated By: May 30, 2019, 04:35 PM IST
মনিরুল ইসলামকে দলে টানেননি, সাফাই গেয়ে বিজেপি কর্মীদের খোঁচা অনুপমের

নিজস্ব প্রতিবেদন: লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম বিজেপিতে যোগদানের পরই রাজ্যজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগড়ে দিচ্ছেন বিজেপি কর্মী-সমর্থকরা। অধিকাংশ সমর্থকদেরই নিশানায় বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। ফেসবুকে যাদবপুরের বিজেপি প্রার্থী সাফাই দিলেন, মনিরুল ইসলামের যোগদানে তাঁর হাত নেই। গদাই হাজরা ও নিমাই দাসকে এনেছেন তিনি। 

বুধবার তৃণমূল ছেড়ে বিজেপির সদস্যপদ নেন লাভপুরের বিধায়ক মনিরুল ইসলাম। মনিরুলকে দলে নেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন রাজ্যের বিজেপি কর্মী-সমর্থকরা। লাভপুরের বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অনুপম হাজরাকেই কাঠগড়ায় তোলেন বিজেপি কর্মীরাই। মনিরুলকে দলে আনায় প্রাক্তন সাংসদের সমালোচনা করেছেন তাঁরা। সেই দাবি খারিজ করে দিয়ে অনুপম হাজরা দাবি করেন, মনিরুলকে চিনতেন না। গদাধর হাজরা ও নিমাই দাস তাঁর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন।             

     
অনুপমের কথায়,''শীর্ষ নেতৃত্বকে গিয়ে জিজ্ঞাসা করুন মনিরুল কীভাবে বিজেপিতে যোগদান করল। মনিরুলের কাছেও জানতে পারেন। আমি গদাধর ও নিমাইকে চিনতাম। ওনারা আমার হাত ধরে বিজেপিতে এসেছেন। যেহেতু বোলপুরের সাংসদ ছিলাম, সে কারণে নেতৃত্বের নির্দেশে মঞ্চে উঠেছিলাম''। একইসঙ্গে ফেসবুকে বিজেপির হয়ে যাঁরা প্রচার করেন, তাঁদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অনুপম। বলেন,''ফেসবুকে বীরত্ব দেখাচ্ছেন। সে দিন কোথায় ছিলেন, যখন কর্মীরা মার খাচ্ছিলেন। আপনাদের পাশে পাওয়া যায়নি। বাস্তবটা জেনে লিখুন। তৃণমূলপন্থী মিডিয়া খবর প্রচার করেছে। তার উপরে রং চড়িয়ে আপনারা ফেসবুকে ভিত্তিহীন প্রচার করছেন। তৃণমূলের বিরুদ্ধে মাঠে থাকুন, ফেসবুকে নয়''। তবে অনুপমের এহেন কথাবার্তা মেনে নিতে পারছে না বিজেপি কর্মীদের একাংশ। কমেন্টবক্সে অনেকে লিখেছেন, ফেসবুকে বিজেপির হয়ে নিরলস যাঁরা প্রচার করেছেন, তাঁদের গালমন্দ করছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ। কেউ আবার লিখেছেন, এই সেদিনও তো তৃণমূলে ছিলেন।               

গতকাল ফেসবুকে হাওড়ার বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত লেখেন, অনুপম হাজরার হাত ধরে মনিরুল ইসলাম প্রবেশ করলেন বিজেপিতে। এতে বিজেপির কতখানি লাভ হল বা হবে তা আমি জানি না। তবে এটুকু বলতে পারি বীরভূম জেলাটির সঙ্গে আমার সামান্য একটু যোগাযোগ আছে। মনিরুলদের তাণ্ডবের প্রতিবাদেই ওই জেলার মানুষরা বিজেপিকে ভোট দিয়েছিলেন। এখন বিজেপি সম্পর্কে তাদের কী ধারণা হবে?  তিনি আরও লিখেছেন, আর একটি বিষয়ও আমার জানতে ইচ্ছে করছে। এই অনুপম হাজরা নামক লোকটি ঠিক কী করতে বিজেপিতে ঢুকেছে? ভোটের সময় এই লোকটি অনুব্রত মণ্ডলের গলা জড়িয়ে ধরল। ভোট মিটতে মুনমুন সেনের সঙ্গে ছবি। অবশেষে মনিরুল ইসলামকে সাদরে বিজেপিতে ডেকে আনা । আর কী কী করতে চাইছে অনুপম? 

মনিরুলের সন্ত্রাস থেকে বাঁচতে বীরভূমে বিজেপির হাত ধরেছিলেন বহু রাজনৈতিক নেতাকর্মী। তাদের অনেকেই বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। তার মধ্যে রয়েছেন কালোসোনা মণ্ডলও। মনিরুলের বিজেপিতে যোগদানে ক্ষুব্ধ কালোসোনা বলেন, 'ওর বিরুদ্ধে লড়তে আমরা বিজেপিতে যোগ দিয়েছিলাম। ওর অত্যাচারে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। সেই মনিরুলকে দলে নিয়ে ঠিক করেনি নেতৃত্ব। বিজেপি নেতৃত্ব অবিলম্বে মনিরুলকে দল থেকে বহিষ্কার না করলে দরকারে ইস্তফা দেব।'  

আরও পড়ুন- শেষ গরমের ছুটি, ১০ জুন খুলছে সরকারি-বেসরকারি সব স্কুল

.