ওরা একটা বোমা মারলে ২১টা মারুন, অনুব্রতর মঞ্চ থেকে হুমকি বিরোধীদের

লোকসভা নির্বাচনে বীরভূমে ফের রক্তপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।   

Updated By: Jan 27, 2019, 06:33 PM IST
ওরা একটা বোমা মারলে ২১টা মারুন, অনুব্রতর মঞ্চ থেকে হুমকি বিরোধীদের

নিজস্ব প্রতিবেদন: বিতর্কের মাঝে বসত তাঁর। আর ভোট কাছে আসতেই চড়তে থাকে তাঁর গলার সুর। ফের একবার বিতর্কিত মন্তব্য করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। দলীয় কর্মীদের তাঁর নির্দেশ, প্রাণ যায় যাক, কিন্তু ভোট চাই। 

রবিবার ইলামবাজারে এক জনসভায় বক্তব্য রাখছিলেন অনুব্রতবাবু। সেখানে তিনি লোকসভা নির্বাচনে কর্মীদের মরণপণ লড়াইয়ের ডাক দেন। বলেন, ইলামবাজারে মোট ১৩৭টি বুথ রয়েছে। প্রতিটি বুথে আমার ৭০০ করে লিড চাই। মানে ১ লাখ। যাই হোক না কেন, লিড আমার চাই। তাতে যদি প্রাণ যায় যাক। আপনারা যা চেয়েছেন এতদিন তা পেয়েছেন। এবার আমি যা চাইব তা দিতে হবে।

তবে এদিন কার প্রাণের কথা তিনি বলেছেন তা অবশ্য স্পষ্ট করেননি অনুব্রতবাবু। এর আগে ভোটের মুখে পুলিসকে বোমা মারতে বলে বিতর্কে জড়িয়েছিলেন অনুব্রত। বিভিন্ন সময় নানা ভাষায় বিরোধী দলের নেতা কর্মীদের ধমকেছেন তিনি। এবারও তাঁর লক্ষ্য বিরোধীরাই বলে মনে করছেন অনেকে। 

মেডিক্যাল কলেজেও ওয়ার্ডে কুকুরের দৌরাত্ম্য, রোগীর ক্যাথিটার ধরে টানাটানি

ওদিকে অনুব্রতর সভামঞ্চ থেকেই এদিন ফের বোমা মারার নিদান দেন তৃণমূল নেতা দুলাল রায়। দলীয় কর্মীদের তিনি বলেন, ওরা যদি ১টা বোমা মারে আপনারা ১১টা, ২১টা বোমা মারুন। 

ফলে লোকসভা নির্বাচনে বীরভূমে ফের রক্তপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।   

.