Rajib Banerjee: 'শুভবুদ্ধির উদয়', বললেন অনুব্রত; এটা তো জানাই ছিল: অনুপম

তৃণমূলের ত্রিপুরায় স্টিয়ারিং কমিটিতেও আনা হল রাজীবকে।

Updated By: Oct 31, 2021, 07:40 PM IST
Rajib Banerjee:  'শুভবুদ্ধির উদয়', বললেন অনুব্রত;  এটা তো জানাই ছিল: অনুপম

নিজস্ব প্রতিবেদন: দলে ফেরার পর রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajib Banerjee) 'ভালো ছেলে' অ্য়াখ্যা দিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। বললেন, 'ভালো করেছে। শুভবুদ্ধি উদয় হয়েছে'। তবে, কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি-র অন্যতম সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা (Anupam Hazra)। তাঁর মতে, 'পাপ যত তাড়াতাড়ি বিদায় হয়, ততই ভালো'।

একুশের বিধানসভা ভোটের ফিরতে চেয়েছিলেন পুরনো দলে। কিন্তু সাধারণ কর্মী-সমর্থকরা তো বটেই, রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন বেশ কয়েকজন প্রভাবশালী নেতাও।  তাহলে? বাংলায় নয়, ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় আনুষ্ঠানিকভাবে তৃণমূলে ফিরলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। পড়শি রাজ্যে দলের ত্রিপুরায় স্টিয়ারিং কমিটিতেও আনা হল তাঁকে। অনুব্রত মণ্ডলের মতে, 'রাজনীতিতে অনেক কিছুই হয়। রাজনীতিতে শেষকথা বলে কিছু হয় না। দু'পা এগিয়ে গিয়ে ১০ পা পিছিয়ে আসা যায়'। তাঁর কথায়, 'ও ভালো ছেলে। আমি যখন মিটিং-এ যাই, তখন ও আমাকে ভালো বলি। আমিও বলি'।

আরও পড়ুন: Sukanta Majumder: 'উনি তো দুগ্ধ পোষ্য শিশু নন, বয়স তো অনেক হল সত্যিটাই বলা ভালো', রাজীবকে নিশানা সুকান্তর

এদিকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের দলত্যাগে রীতিমতো ক্ষুদ্ধ বিজেপি-র অন্যতম সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। তাঁর সোজাসাপ্টা প্রতিক্রিয়া, 'এটা তো জানাই ছিল, নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গে ওঁর এন্ট্রি বন্ধ হল। তাই ত্রিপুরায় যেতে হল ওঁকে। বিজেপিতে এতদিন আদর-যত্ন করা হল, সেটার জন্য খারাপ লাগছে। নিচুতলার কর্মীরা বিরক্ত, বীতশ্রদ্ধ'। তাঁর আক্ষেপ, 'এই আদর-যত্নটা না করলেই হত। ২ মে-র পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ওঁর মায়ের কথা মনে পড়ে। বিধানসভা থেকে যখন বার হন, তখন কান্নাকাটি করেন। পাপ যত তাড়াতাড়ি বিদায় হয়, ততই ভালো'।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.