Royal Bengal Tiger: কাঁকড়া ধরতে গিয়ে বাঘের পেটে! সুন্দরবনে নিখোঁজ মৎস্যজীবী

 কোনওমতে বেঁচে ফিরলেন বাকি ২ জন। 

Updated By: Apr 6, 2022, 06:46 PM IST
Royal Bengal Tiger: কাঁকড়া ধরতে গিয়ে বাঘের পেটে! সুন্দরবনে নিখোঁজ মৎস্যজীবী

নিজস্ব প্রতিবেদন: সুন্দরবনে (Sunderbon) কাঁকড়া ধরতে গিয়ে বাঘের (Royal Bengal Tiger) পেটে! নিখোঁজ মৎস্যজীবী। কোনওমতে বেঁচে ফিরলেন বাকি ২ জন। 

জানা গিয়েছে, নিখোঁজ মৎস্যজীবীর নাম মালতী সরকার। বাড়ি, গোসাবার লাক্সবাগান এলাকায়। এদিন সকালে সুন্দরবনের খাঁড়িতে কাঁকড়া ধরতে যান তিনি। সঙ্গে ছিলেন আরও ২ জন। তাঁদের দাবি, দুপুরে যখন স্থানীয় কাঁকসা নদীতে কাঁকড়া ধরার জন্য জাল ফেলছিলেন, তখন আচমকাই নৌকার উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ! মালতীকে তুলে নিয়ে চলে যায় জঙ্গলে।

আরও পড়ুন: পূর্ত দফতরের জমিতে আবাস যোজনার বাড়ি! ঘর ভাঙতেই ছাদ হারালেন পরিবার, বাড়ছে বিতর্ক

তারপর?  গ্রামে ফিরে আসেন মালতীর ২ সঙ্গী। বন দফতরে খবর দেন তাঁরা। নিখোঁজ মৎস্যজীবীর সন্ধান তল্লাশি চলছে জোরকদমে। এর আগে, বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্ক ছড়িয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে। মৎস্যজীবীরা দাবি করেছিলেন, গ্রাম লাগোয়া জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বনকর্মী। শেষপর্যন্ত অবশ্য বাঘের দেখা পাওয়া যায়নি।  

আরও পড়ুন: উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের জন্য কী বলল হাওয়া অফিস?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.