গাড়ি আটকে ধাক্কাধাক্কি, ফের হেনস্থার মুখে লকেট

ফের হেনস্থার মুখে লকেট চ্যাটার্জি। বীরভূমের সাঁইথিয়ায় বিজেপি নেত্রীর গাড়ি আটকে চলল ধাক্কাধাক্কি। বিজেপির অভিযোগ, এই হেনস্থার পিছনে হাত রয়েছে তৃণমূলের। যদিও তৃণমূলের পাল্টা দাবি, এটি গ্রামবাসীদের বিক্ষোভ। আজ বিস্তারক কর্মসূচিতে সাঁইথিয়ার তিলপাড়ায় যান লকেট। অভিযোগ, হঠাত্‍ই কয়েকজন এসে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। হইহট্টগোল চলে। সেইসময় গাড়ির মধ্যে ছিলেন বিজেপি নেত্রী। বিক্ষোভকারীদের হাতে অবশ্য কোনও কালো পতাকা ছিল না। বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ সেখানেই আটকে থাকেন লকেট। পরে তাঁকে বের করে নিয়ে যাওয়া হয়। তাঁর অভিযোগ, বিজেপির শক্তি বৃদ্ধিতে ভয় পেয়েই এধরনের কাজ করছে তৃণমূল। 

Updated By: Jun 16, 2017, 06:42 PM IST
গাড়ি আটকে ধাক্কাধাক্কি, ফের হেনস্থার মুখে লকেট

ওয়েব ডেস্ক: ফের হেনস্থার মুখে লকেট চ্যাটার্জি। বীরভূমের সাঁইথিয়ায় বিজেপি নেত্রীর গাড়ি আটকে চলল ধাক্কাধাক্কি। বিজেপির অভিযোগ, এই হেনস্থার পিছনে হাত রয়েছে তৃণমূলের। যদিও তৃণমূলের পাল্টা দাবি, এটি গ্রামবাসীদের বিক্ষোভ। আজ বিস্তারক কর্মসূচিতে সাঁইথিয়ার তিলপাড়ায় যান লকেট। অভিযোগ, হঠাত্‍ই কয়েকজন এসে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। হইহট্টগোল চলে। সেইসময় গাড়ির মধ্যে ছিলেন বিজেপি নেত্রী। বিক্ষোভকারীদের হাতে অবশ্য কোনও কালো পতাকা ছিল না। বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ সেখানেই আটকে থাকেন লকেট। পরে তাঁকে বের করে নিয়ে যাওয়া হয়। তাঁর অভিযোগ, বিজেপির শক্তি বৃদ্ধিতে ভয় পেয়েই এধরনের কাজ করছে তৃণমূল। 

.