অশান্ত পাহাড়, দার্জিলিংয়ে ৫ জায়গায় আগুন

অশান্ত পাহাড়। গতকাল রাতেও দার্জিলিংয়ে ৫ জায়গায় আগুন লাগানো হল। কার্শিয়াংয়ে RPF-এর ডিরেক্টর বোর্ডের অফিসে গতরাতে আগুন লাগিয়ে দেওয়া হয়।  পুড়ে ছাই হয়ে যায় বহু গুরুত্বপূর্ণ নথি। সুখিয়াপখরি থানা এলাকার ছাবিশা চেক পোস্টে আগুন লাগিয়ে দেওয়া হয়। মিরিকের পুরনো লাইব্রেরিতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। পুড়ে গিয়েছে বহু পুরনো বই এবং নথি। রেলিংয়ে পুলবাজারে সেরিকালচার অফিসেও আগুন লাগানোর খবর মিলেছে। পুড়িয়ে দেওয়া হয়েছে সুখিয়া ব্লকের মানিভঞ্জনের বাতাসি রেস্ট হাউসও।

Updated By: Jul 14, 2017, 12:46 PM IST
অশান্ত পাহাড়, দার্জিলিংয়ে ৫ জায়গায় আগুন

ওয়েব ডেস্ক: অশান্ত পাহাড়। গতকাল রাতেও দার্জিলিংয়ে ৫ জায়গায় আগুন লাগানো হল। কার্শিয়াংয়ে RPF-এর ডিরেক্টর বোর্ডের অফিসে গতরাতে আগুন লাগিয়ে দেওয়া হয়।  পুড়ে ছাই হয়ে যায় বহু গুরুত্বপূর্ণ নথি। সুখিয়াপখরি থানা এলাকার ছাবিশা চেক পোস্টে আগুন লাগিয়ে দেওয়া হয়। মিরিকের পুরনো লাইব্রেরিতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। পুড়ে গিয়েছে বহু পুরনো বই এবং নথি। রেলিংয়ে পুলবাজারে সেরিকালচার অফিসেও আগুন লাগানোর খবর মিলেছে। পুড়িয়ে দেওয়া হয়েছে সুখিয়া ব্লকের মানিভঞ্জনের বাতাসি রেস্ট হাউসও।

পোলট্রি ফার্মে বিদ্যুত্‌পৃষ্ঠ ৩ শিশু, মৃত ২

.