বন্ধ হয়ে গেল মালবাজারের ২ টি চা বাগান, কর্মহীন প্রায় আড়াই হাজার শ্রমিক

কর্মসংস্কৃতির অভাবের অভিযোগ তুলে রবিবার রাতেই সাইলি চা বাগানে সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় বাগান কর্তৃপক্ষ। ওই চা বাগানে ১৫০০ শ্রমিক কাজ করতেন। অন্যদিকে হিলা চা বাগানে শ্রমিক অসন্তোষকে ইস্যু করে বন্ধের সিদ্ধান্ত নেয় বাগান কর্তৃপক্ষ।

Updated By: Jan 8, 2018, 12:12 PM IST
 বন্ধ হয়ে গেল মালবাজারের ২ টি চা বাগান, কর্মহীন প্রায় আড়াই হাজার শ্রমিক

নিজস্ব প্রতিবেদন:  মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মুখেই সাসপেনশন অব ওয়ার্কে নোটিশ ঝুলল দুটি চা বাগানে। বন্ধ হয়ে গেল মালবাজার ব্লকের সাইলি চা বাগান এবং নাগরাকাটা ব্লকের হিলা চা বাগান। এর ফলে কর্মহীন হয়ে পরলেন ২৩০০ শ্রমিক।

কর্মসংস্কৃতির অভাবের অভিযোগ তুলে রবিবার রাতেই সাইলি চা বাগানে সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় বাগান কর্তৃপক্ষ। ওই চা বাগানে ১৫০০ শ্রমিক কাজ করতেন। অন্যদিকে হিলা চা বাগানে শ্রমিক অসন্তোষকে ইস্যু করে বন্ধের সিদ্ধান্ত নেয় বাগান কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ঝাড়খণ্ড দিশম পার্টির রেল ও সড়ক অবরোধ, আটকে উত্তরবঙ্গগামী বহু ট্রেন

 এর আগে ২০১৫-তে ২০ ডিসেম্বর মালবাজার মহকুমার সাইলি চাবাগানে সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ ঝুলিয়েছিল বাগান কর্তৃপক্ষ।

আরও পড়ুন: জ​বুথবু! রেকর্ড পারদ পতনে ‘হিম’ শিম রাজ্য​

সোমবার সকালে সাইলি বাগানে শ্রমিকদের সাথে কথা বলেন মালবাজারের তৃনমুল বিধায়ক বুলুচিক বড়াইক। তিনি বলেন, ‘মালিক পক্ষ নিজেদের ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে পারে না। এব্যাপারে শ্রম মন্ত্রীর সাথে আমি কথা বলব।’’

.