ঝাড়খণ্ড দিশম পার্টির রেল ও সড়ক অবরোধ, আটকে উত্তরবঙ্গগামী বহু ট্রেন
সপ্তাহের প্রথম দিনেই ১২ ঘণ্টার ভারত বন্ধ ডাকল তারা। সোমবার সকালে বর্ধমানের কর্ড লাইনের ঝাঁপানডাঙা স্টেশনে অবরোধ করেন বিক্ষোভকারীরা। দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন। অবরোধকারীদের সরিয়ে দেয় পুলিস। অবরোধের জেরে দামোদর স্টেশনে দাঁড়িয়ে আসানসোল-হলদিয়া এক্সপ্রেস। আদ্রা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস। মালদহের আদিনা স্টেশনেও রেল অবরোধ হয়। জাতীয় সড়ককেও অবরোধের আওতায় রেখেছে দিশম পার্টি।
নিজস্ব প্রতিবেদন: ঝাড়খণ্ড জমি অধিগ্রহণ ও ধর্মান্তকরণ বিল প্রত্যাহারের দাবিতে ১২ ঘণ্টার ভারত বন্ধ ডাকল ঝাড়খণ্ড দিশম পার্টি। পশ্চিমবঙ্গেও তার প্রভাব পড়ল। হাওড়া বর্ধমান কর্ড লাইনের ঝাঁপানডাঙা স্টেশনে অবরোধ। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেনও। চরম ভোগান্তিতে যাত্রীরা।
আরও পড়ুন: জবুথবু! রেকর্ড পারদ পতনে ‘হিম’ শিম রাজ্য
গত বছর জমি অধিগ্রহণ ও ধর্মান্তকরণ বিল আনে রঘুবর দাসের সরকার। এই বিলগুলির বিরুদ্ধে প্রতিবাদে কয়েক দিন ধরে রাস্তায় নামে একাধিক সামাজিক সংগঠন। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে রেল-সড়ক অবরোধ করে। বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। হুঁশিয়ারি আগেই দিয়েছিল ঝাড়খণ্ড দিশম পার্টি। সপ্তাহের প্রথম দিনেই ১২ ঘণ্টার ভারত বন্ধ ডাকল তারা। সোমবার সকালে বর্ধমানের কর্ড লাইনের ঝাঁপানডাঙা স্টেশনে অবরোধ করেন বিক্ষোভকারীরা। দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন। অবরোধকারীদের সরিয়ে দেয় পুলিস। অবরোধের জেরে দামোদর স্টেশনে দাঁড়িয়ে আসানসোল-হলদিয়া এক্সপ্রেস। আদ্রা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস। মালদহের আদিনা স্টেশনেও রেল অবরোধ হয়। জাতীয় সড়ককেও অবরোধের আওতায় রেখেছে দিশম পার্টি।
আরও পড়ুন: মঞ্জু বসুকে প্রার্থী ঘোষণা বিতর্ক: কৈলাসের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় নেতৃত্ব
সকাল থেকেই অবরোধের ফলে, বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পদাতিক এক্সপ্রেস, দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস, তেভাগা, সরাইঘাট এক্সপ্রেস সহ ১৩ টি ট্রেন। বেশ কিছু ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। রেল সূত্রে খবর, হাওড়া-শিয়ালদহ দুটো রাজধানীর রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে চরম উঠেছে যাত্রী ভোগান্তি।