কর্তৃপক্ষের আশ্বাসে উঠল আন্দোলন, অচলাবস্থা কাটিয়ে ছন্দে ফিরছে মেজিয়া তাপবিদ্যুত কেন্দ্র
আপাতত ছন্দে ফিরেছে পূর্ব ভারতের সবথেকে বড় তাপবিদ্যুত কেন্দ্র মেজিয়া।
নিজস্ব প্রতিবেদন: দফায় দফায় আলোচনার পর অবশেষে মিলল সমাধানসূত্র। ঠিকা শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় মেজিয়া তাপবিদ্যুত কেন্দ্রে অচলাবস্থা কাটল। কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে আজ সকাল থেকে স্বাভাবিক হয় কাজকর্ম।
আরও পড়ুন: অমিত শাহের সভায় 'গোলি মারো' স্লোগান, সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত আরও ২৫
২০১৭ থেকে বাড়ি ভাড়া, বোনাস বিভিন্ন ধরনের ভাতা ও ছুটি সংক্রান্ত একাধিক সুবিধা বন্ধ করে দিয়েছে মেজিয়া তাপবিদ্যুত কেন্দ্রে বরাত পাওয়া ঠিকাদার সংস্থাগুলি। ঠিকা শ্রমিকদের দাবি, বিষয়টি দেখভাল করার দায়িত্ব কর্তৃপক্ষর। তাদের অভিযোগ, বারবার নজরে আনা হলেও এবিষয়ে ব্যবস্থা নেওয়া হয়নি। সোমবার এই দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করেন প্রায় সাড়ে ৩ হাজার ঠিকাশ্রমিক। চূড়ান্ত অচলাবস্থা তৈরি হয় সেখানে।
আরও পড়ুন: 'বিএসএফ বাড়াবাড়ি করছে, গ্রামে ঢোকা ওদের কাজ না', কালিয়াগঞ্জের সভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
রাতে আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে কর্তৃপক্ষ। দাবি দাওয়া আগামী ৩ মাসের মধ্যে পূরণ হবে এই আশ্বাস পাওয়ার পর আন্দোলন প্রত্যাহার করে নেন ঠিকা শ্রমিকরা। আপাতত ছন্দে ফিরেছে পূর্ব ভারতের সবথেকে বড় তাপবিদ্যুত কেন্দ্র মেজিয়া।