প্রয়াত প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর স্ত্রী অর্পিতা

এক মাস আগে তাঁর একটি অপারেশন হয়। তারপর তাঁর শারীরিক অবস্থা ঠিকই ছিল। কিন্তু গত কয়েকদিনে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি।

Updated By: Jan 8, 2019, 11:42 AM IST
প্রয়াত প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর স্ত্রী অর্পিতা

নিজস্ব প্রতিবেদন: প্রয়াত প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর স্ত্রী অর্পিতা চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।  শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মুর্শিদাবাদের বহরমপুরের স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মঙ্গলবার ভোরে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। 

জানা গিয়েছে, এক মাস আগে তাঁর একটি অপারেশন হয়। তারপর তাঁর শারীরিক অবস্থা ঠিকই ছিল। কিন্তু গত কয়েকদিনে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। বহরমপুরেরই স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু শেষ রক্ষা সম্ভব হয়নি।  দলীয় কাজে দিল্লি রয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। স্ত্রীর মৃত্যুর খবর তাঁকে জানানো হয়েছে। দিল্লি থেকে বহরমপুরের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।  অর্পিতা চৌধুরীর মৃত্যুতে শোকের ছায়া বহরমপুরে। 

.