মেয়ের সঙ্গে মিলে জামাইকে খুনের অভিযোগ, প্রতিবাদে অবরোধ যশোর রোড

জানা গিয়েছে, মধ্যমগ্রামের কাটাখাল এলাকার এক গেঞ্জি কারখানায় কাজ করতেন গুমা প্রবোধ নগরের বাসিন্দা পুলক কীর্তনীয়া। কালিনগরের এক মহিলাকে বিয়ে করে কারখানাতেই থাকতেন তিনি।

Updated By: May 30, 2020, 07:20 PM IST
মেয়ের সঙ্গে মিলে জামাইকে খুনের অভিযোগ, প্রতিবাদে অবরোধ যশোর রোড

নিজস্ব প্রতিবেদন: মেয়ের সঙ্গে মিলে জামাইকে খুনের অভিযোগ উঠল । অভিযোগ FIR নিতে অস্বীকার পুলিসের। প্রতিবাদে যশোর রোডে মৃতদেহ রেখে অবরোধ করেন অভিযোগকারীরা। ঘণ্টা দেড়েক পর অবরোধ তোলে অশোকনগর থানা। জানা গিয়েছে, মধ্যমগ্রামের কাটাখাল এলাকার এক গেঞ্জি কারখানায় কাজ করতেন গুমা প্রবোধ নগরের বাসিন্দা পুলক কীর্তনীয়া। কালিনগরের এক মহিলাকে বিয়ে করে কারখানাতেই থাকতেন তিনি।

আরও পড়ুন: বঙ্গে ফিরবে সবুজ, সাড়ে ৬ কোটি বৃক্ষরোপন করা হবে আমফান বিধ্বস্ত এলাকায়

পুলকের পরিবারের অভিযোগ, পারিবারিক অশান্তির জেরেই পুলককে খুন করা হয়েছে। নিজের পরিবারের লোকজনকে নিয়ে সে কাজ করেছে তাঁর স্ত্রী। বুধবার মধ্যমগ্রাম থানা থেকে ফোন আসে পুলক গুরুতর অসুস্থ। বারাসত হাসপাতালে ভর্তি। সেখানে গিয়ে পুলকের বিবস্ত্র, নিথর দেহ দেখতে পান তাঁর পরিবারের লোকজন। এরপরই নারায়ণপুর থানায় অভিযোগ জানাতে যায় পুলকের পরিবার। অভিযোগ, FIR দায়ের করতে চায়নি থানা। এমনটাই জানাচ্ছে পুলকের পরিবার। 

.