Hooghly: 'বুকে গুলি খেয়ে মরব, কাছে আসবেন না!', মাতালকে ধরতে গিয়ে নাজেহাল পুলিস...
Hooghly: কাছে আসবেন না স্যার বুকে গুলি খেয়ে মরব তবু ধরা দেবো না, পুকুর পারে দাঁড়িয়ে জানিয়ে দেয় তিনু।
বিধান সরকার: কাছে আসবেন না স্যার বুকে গুলি খেয়ে মরব তবু ধরা দেবো না, পুকুর পারে দাঁড়িয়ে জানিয়ে দেয় তিনু। বছরের শেষ দিনে এক অভিযুক্তকে পুলিস ধরতে গেলে এমনই চরম নাটকীয় মুহুর্তের সাক্ষী থাকল কোন্নগর জোরা পুকুরের বাসিন্দারা। শেষে খালি হাতেই ফিরতে হল পুলিসকে।
উত্তরপাড়া থানার অন্তর্গত কোন্নগর ফাঁড়ির পুলিস মঙ্গলবার বিকেলে জোরাপুকুর এলাকায় অভিযুক্ত তিনু মন্ডল নামে এক যুবককে ধরতে যায়। তিনুর বিরুদ্ধে অভিযোগ নেশা করে এলাকাবাসীকে নানা ভাবে উতক্ত্য করা, গালাগালি দেওয়া থেকে মারধোরের মতন অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিস তাকে ধরতে যায়। ধরে তাকে গাড়িতে তোলে। কিন্তু গাড়িতে তোলার আগেই ফসকে যায় তিনু। সটান পালিয়ে যান তিনি। পুকুর পারে দাঁড়িয়ে পুলিসকে বলতে থাকে, 'আমি ধরা দেব না। কাছে আসবেন না স্যার জলে ঝাঁপ দিয়ে মরে যাবো। গুলি করুন কিন্তু ধরা দেব না।' এক পুলিস কর্মীকে উদ্দেশ্য করে বলেন, দশজন মিলে ধরে নিয়ে নিয়ে গিয়েছিল। সেই অভিজ্ঞতা তার ভালো না। তাই সে পুলিসকে ধরা দিতে চায় না।
স্থানীয় বাসিন্দা শ্যালম চক্রবর্তী বলেন, 'বাবাকে মারার অভিযোগে জেলেও গিয়েছিল সে। কিছুদিন আগেই ছাড়া পেয়ছে। নার্ভ জনিত রোগ আছে তাঁর। বিকালে পুলিস তাকে ধরতে আসে। প্রথমে ধরে গাড়িতে তোলার সময় পুলিসের হাত ছাড়িয়ে পালায়। পুলিস তাড়া করলে পুকুর পারে দাঁড়িয়ে নাটক শুরু করে।' সন্ধ্যা গড়িয়ে যায়। পুলিস তাকে বুঝিয়ে ধরতে পারে না। অনেকক্ষণ অপেক্ষা করে শেষে হাল ছেড়ে দেয়। খালি হাতে ফিরে যায় পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)