ABT Terrorist| Assam: কোকরাঝাড় বিস্ফোরণের মাথা! অসমে গ্রেফতার এবিটি জঙ্গি গাজি

ABT Terrorist| Assam: গত ২৫ ডিসেম্বর কোকরাঝাড়ের নামাপাড়া এলাকা থেকে ২ সন্দেহজনক জঙ্গিকে ধরে পুলিস। তাদের কাছে থেকে বিপুল অস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি ১৭-১৮ ডিসেম্বর অসম পুলিস ৮ জনকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করে

Updated By: Dec 30, 2024, 01:46 PM IST
ABT Terrorist| Assam: কোকরাঝাড় বিস্ফোরণের মাথা! অসমে গ্রেফতার এবিটি জঙ্গি গাজি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অসমে জঙ্গিদমন অভিযানে ধৃত এবিটি জঙ্গি। উত্তরপূর্বে কি ফের সক্রিয় হচ্ছে আইএসআই? কোকরাঝাড় থেকে গাজি রহমান নামে ওই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করে এসটিএফ। বাংলাদেশে অশান্তির জেরে এপারেও কি বাড়ছে জঙ্গি উপদ্রব! এমনটাই প্রশ্ন উঠছে।

আরও পড়ুন-জেল হেফাজতে অসুস্থ চিন্ময় প্রভু! দুই বাংলায় শুরু প্রার্থনা...

২০২২ সালে কোকরাঝাড়ে এক বিস্ফোরণে গোটা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। সেই বিস্ফোরণের প্রধান মাথা হিসেবে খোঁজা হচ্ছিল এই গাজি রহমানকে। ওই বিস্ফোরণের তদন্ত শুরু করেছিল অসম পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স। দীর্ঘদিন ধরে এই গাজি অসম-ভুটান ও কখনও অসম-ভারত সীমান্তে ঘোরাফেরা করছিল। বিস্ফোরণের পেছনে মাথা কার তা বুঝতে না পারার কারণে এতদিন বোঝা যাচ্ছিল না ষড়যন্ত্রের শিকড় কতদূর পর্য়ন্ত বিস্তৃত। পাশাপাশি ওই বিস্ফোরণে আর কারা জড়িয়ে রয়েছে।

এসটিএফের আশা এবার কোকরাঝাড় বিস্ফোরণে তদন্তের জাল গুটিয়ে নেওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী এনিয়ে বলেন, দুজন, পাঁচজন ধরা পড়া মানেই সবাই ধরা পড়ে গেল এমনটা ভারার কোনও কারণ নেই। কারণ ওদের কাছে স্পষ্ট আইএসআইয়ের মেসেজ রয়েছে যে ভারতে গোলমাল করতে হবে। অসম এসটিএফ ধরছে। আমাদের বাংলার পুলিস কী করছে তা তারাই জানে। বহু লোক ঢুকেছে। যত ধরা পড়বে ততই ভালো। আরও বহু লোক ভারতে মানুষের মধ্যে মিশে রয়েছে। সাধারণ মানুষকেও সতর্ক থাকতে হবে।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর কোকরাঝাড়ের নামাপাড়া এলাকা থেকে ২ সন্দেহজনক জঙ্গিকে ধরে পুলিস। তাদের কাছে থেকে বিপুল অস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি ১৭-১৮ ডিসেম্বর অসম পুলিস ৮ জনকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করে। তারা স্লিপার সেলের অংশ বলে মনে করছে অসম পুলিস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.