বকখালিতে ভয়াবহ ট্রলার ডুবি, উদ্ধার ৯ মৎস্যজীবীর দেহ

ট্রলারটিতে ১২ জন মৎস্যজীবী ছিলেন

Updated By: Jul 15, 2021, 07:27 AM IST
 বকখালিতে ভয়াবহ ট্রলার ডুবি, উদ্ধার ৯ মৎস্যজীবীর দেহ

নিজস্ব প্রতিবেদন: বকখালিতে ট্রালার ডুবির ঘটনায় উদ্ধার ৯ মৎস্যজীবীর দেহ। এখনও নিখোঁজ এক। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ সুপার‌ স্পেশ্যালি‌টি হাসপাতালে পাঠানো হয়েছে। শনাক্তকরণের জন্য মৃতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। গোটা ঘটনায় এলাকায় শোকের

জানা গিয়েছে, এফবি হৈমবতী নামে একটি ট্রলারে চেপে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন ১২ জন মত্‍স্যজীবী। খারাপ আবহাওয়ার কারণে ট্রলারটি ফিরে আসছিল। বুধবার ফেরার পথে রক্তেশ্বর চরের কাছে ট্রলারটি পাল্টি খায়। সঙ্গে সঙ্গে উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়েন অন্যান্য মৎস্যজীবীরা। তখন ২ জনকে উদ্ধার করা যায়। ট্রালটিকেও উদ্ধার করে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দ‌রে আনা হয়। চলে জল সেচার কাজ। 

আরও পড়ুন: গুরুপূর্ণিমায় একদিনের জন্য খোলা হচ্ছে বেলুড় মঠ,মন্দিরে প্রবেশাধিকার ভক্তদের

আরও পড়ুন: শান্তিনিকেতনে অনুব্রতর কনভয়ে দুর্ঘটনা, আহত ৪ মহিলা নিরাপত্তারক্ষী ও চালক

এরপরই কেবিন থেকে আরও ৯ জন মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়। মৃতরা হলেন, শঙ্কর শাঁসমল, বুদ্ধদেব মাইতি, অনাদি শাঁসমল, নারায়ন শাঁসমল, গোপাল জানা, রবীন বর, অজিৎ বেরা, গৌতম পারুই, সন্তোষ মণ্ডল এবং গৌরহরি দাস। নিখোঁজ একজনেও খোঁজ শুরু করেছেন অন্যান্য মৎস্যজীবীরা ও প্রশাসন।

.