TMC Brigade 2024: ব্রিগেডে সভা শেষ হতেই মৃত্যু তৃণমূল কর্মীর!

জানা গিয়েছে, মৃতের নাম আতুয়াল মণ্ডল। বাড়ি, পূ্র্ব বর্ধমানের রায়নার হিজলনা এলাকার শিবপুর গ্রামে। দীর্ঘদিনের তৃণমূল কর্মী আতুয়াল। দলের কর্মী-সমর্থকদের সঙ্গে বাস চেপে এসেছিলেন ব্রিগেডে।

Updated By: Mar 10, 2024, 06:07 PM IST
TMC Brigade 2024: ব্রিগেডে সভা শেষ হতেই মৃত্যু তৃণমূল কর্মীর!

অরূপ লাহা: ব্রিগেডের সভা তখন শেষ। সভাস্থলের কিছুটা দূরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক তৃণমূল কর্মী। বর্ধমান থেকে ব্রিগেডে এসেছিলেন তিনি, কিন্তু আর বাড়ি ফেরা হল না!

আরও পড়ুন:   Loksabha Election 2024| TMC Candidate List: লোকসভা ভোটেও ভরসা নির্মলেই! জলপাইগুড়িতে তৃণমূল প্রার্থী ধূপগুড়ির বিধায়ক...

জানা গিয়েছে, মৃতের নাম আতুয়াল মণ্ডল। বাড়ি, পূ্র্ব বর্ধমানের রায়নার হিজলনা এলাকার শিবপুর গ্রামে। দীর্ঘদিনের তৃণমূল কর্মী আতুয়াল। দলের কর্মী-সমর্থকদের সঙ্গে বাস চেপে এসেছিলেন ব্রিগেডে।

কীভাবে মৃত্যু? তৃণমূলের রায়না ১ নম্বর ব্লকের সভাপতি বামদেব মণ্ডল জানিয়েছেন, সভা শেষ হওয়ার পর বাস ধরতে যাচ্ছিলেন আতুয়াল। রাস্তায় হঠাৎ-ই অসুস্থ পড়েন তিনি। বসে পড়েন গাছে তলায়। এর কিছুক্ষণ পরেই সেখানে সুটিয়ে পড়েন ওই তৃণমূল কর্মী। এরপর এসএসকেএমে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

এদিকে ব্রিগেডে 'জনগর্জন সভা'র মঞ্চ থেকে রাজ্যের ৪২ আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিল তৃণমূল। টিকিট পেলেন কারা? প্রার্থী তালিকায় যেমন  রয়েছেন সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো দলের প্রবীণ নেতা, তেমনি জায়গা পেলেন সায়নী ঘোষ, দেবাংশু ভট্টাচার্যরাও। বাদ পড়লেন অর্জুন সিং-সহ ৭ বিদায়ী সাংসদ।

আরও পড়ুন:  Saumitra Khan Vs Sujata Mandal Khan: ব্যাটল গ্রাউন্ড বিষ্ণুপুর; স্বামীর হয়ে চালিয়েছিলেন প্রচার, এবার সৌমিত্রর বিরুদ্ধেই সুজাতা

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.