Bhangar: স্কুলের মাঠে খেলার সময়ে বুকে ব্যথা! শিক্ষকের মৃত্যু
যখন স্কুলে এসেছিলেন, তখন কোন শারীরিক সমস্যা ছিল না।
নিজস্ব প্রতিবেদন: টিফিনের সময়ে স্কুলের মাঠে পড়ুয়াদের সঙ্গে ক্রিকেট খেলছিলেন। আচমকাই ব্যথা শুরু হল বুকে! শেষপর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক। ঘটনা কেন্দ্র চাঞ্চল্য় ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। শোকের ছায়া পরিবারে।
জানা গিয়েছে, মৃতের নাম অভিজিৎ মণ্ডল। ভাঙড়ের পোলেরহাট হাই স্কুলের শিক্ষক ছিলেন তিনি। সকালে যখন স্কুলে এসেছিলেন, তখন কোন শারীরিক সমস্যা ছিল না। অন্যন্য দিনের মতোই ক্লাসও নিয়েছেন। তাহলে? টিফিনের সময়ে স্কুলের মাঠে পড়ুয়াদের সঙ্গে ক্রিকেট খেলতে যান ওই শিক্ষক। তখনই আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। মাঠেই নিস্তেজ হয়ে পড়েন, শুরু হয় বুকে ব্যথা। তড়িঘড়ি অভিজিৎকে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু শেষরক্ষা হয়নি। যাওয়ার পথেই শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। স্বাস্থ্যকেন্দ্রে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
আরও পড়ুন: স্বামীকে খুন করে মৃত্যুর মিথ্যে নাটক, সৎকার করে প্রমাণ লোপাটের চেষ্টায় গ্রেফতার স্ত্রী
কীভাবে এমন ঘটনা ঘটল? অভিজিৎ মণ্ডলের দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। খবর পেয়ে স্কুলে চলে আসেন মৃতের পরিবারের লোকেরা। কান্নায় ভেঙে পড়েন তাঁরা। ভিড় করেন অভিভাবকরাও।