SSC Group C: নিয়োগ দু্র্নীতির আঁচ এসপি-র পরিবারেও? চাকরি গেল নিকটাত্মীয়ের....
এসএসসি-র গ্রুপ ডি-র পর এবার গ্রুপ সি-তে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কতজনের? ৮৪২। আদালতের নির্দেশ চাকরিহারাদের তালিকাও প্রকাশ কর হয়েছে।
মৃত্যুঞ্জয় দাস: নিয়োগ দু্র্নীতিকাণ্ডের আঁচ এবার খোদ পুলিস সুপারের পরিবারেও? আদালতের নির্দেশে নাকি চাকরি গিয়েছে এক নিকটাত্মীয়ের! ঘটনাস্থল, বাঁকুড়া।
জানা গিয়েছে, বাঁকুড়ার সাবড়াকোন এলাকার বাসিন্দা জয় বন্দ্যোপাধ্যায়। এসএসসি গ্রুপ সি-তে চাকরি পান তিনি। সাবড়াকোন হাইস্কুলেই কর্মরত ছিলেন তিনি। তাহলে? সম্প্রতি এসএসসি গ্রুপ সি-তে ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যয়। তালিকায় নাম রয়েছে জয় বন্দ্যোপাধ্যায়েরও।
কীভাবে নিয়োগ? বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র দাবি, জয়ের এক দাদা তৃণমূল অঞ্চল তৃণমূল অঞ্চল সভাপতি, আর এক দাদা পুরুলিয়ার পুলিস সুপার! প্রভাব ঘাটিয়েই চাকরি পান তিনি। স্কুল কমিটির সভাপতি বলেন, 'বিষয়টি আদালতে বিচারাধীন। এ বিষয়ে কিছু বলতে পারব না। তবে এলাকায় ছেলেটির সুনাম আছে'।
আরও পড়ুন: SSC Scam: হাইকোর্টের রায়ে সুনামি তৃণমূল নেতার বাড়িতে, চাকরি হারালেন ২ মেয়ে ও জামাই
এদিকে উত্তর দিনাজপুরে আবার এসএসসি গ্রুপ সি-তে চাকরিহারাদের তালিকায় নাম খোদ শিক্ষা প্রতিমন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল যুব নেতার! হেমতাবাদে ব্লকে যুব তৃণমূলের সভাপতি সামসুর রহমান। ২০১৮ সাল থেকে ইটাহারের ছয়ঘরা হাই স্কুলে গ্রুপ সি পদে কর্মরত ছিলেন ছিলেন তিনি।