Malda: তৃণমূলনেতার ছেলের হাতে 'আগ্নেয়াস্ত্র', ছবি ভাইরাল!

মালদহের রতুয়ার কাহালা অঞ্চলে তৃণমূলের সহ-সভাপতি মহম্মদ বদরুজ্জোহা। তাঁর ছেলে মহম্মদ ফারাদের একটি ছবি এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

Updated By: Nov 21, 2022, 05:27 PM IST
Malda:  তৃণমূলনেতার ছেলের হাতে 'আগ্নেয়াস্ত্র', ছবি ভাইরাল!

রণজয় সিংহ: শিয়রে পঞ্চায়েত ভোট। সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল ছবি! ক্যামেরার সামনে এবার আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূল নেতার ছেলে? অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন দলের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। ঘটনাস্থল, সেই মালদহ।

ঘটনাটি ঠিক কী? মালদহের রতুয়ার কাহালা অঞ্চলে তৃণমূলের সহ-সভাপতি মহম্মদ মহম্মদ বদরুজ্জোহা। তাঁর ছেলে মহম্মদ ফারাদের একটি ছবি এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। বস্তুত, গত কয়েকদিনে সেই ছবি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। কেন? ছবিতে নাকি দেখা যাচ্ছে, আগ্নেয়াস্ত্র হাতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তৃণমূল নেতার ছেলে। 

ভাইরাল হওয়া ছবিটি যে দলের সহ-সভাপতির ছেলেরই,তা স্বীকার করে নিয়েছেন রতুয়ার কাহালা অঞ্চলে তৃণমূল সভাপতি শেখ এন্তাজুল আলম। তিনি বলেন, 'সোশ্যাল মিডিয়ায় ছবিটি দেখেছি। যা করার, পুলিস প্রশাসন করবে'। দলের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী জানিয়েছেন, 'কেউ অন্যায় করলে দল তাঁর পাশে থাকবে না। পুলিস তদন্ত করছে, দোষ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে'।

আরও পড়ুন: Jhalda Municipality: রণে ভঙ্গ তৃণমূলের! ঝালদা পুরসভা হাতছাড়া শাসকদলের

এর আগে, মালদহের হরিশ্চন্দ্রপুরে স্থানীয় তৃণমূল নেতা মহম্মদ আলাউদ্দিন ওরফে সেন্টুর অস্ত্র হাতে ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। তাঁর স্ত্রী রতিকা হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিওর-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান। বিজেপির দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরির দাবি, 'তৃণমূলের পায়ের তলার মাটি সরিয়ে গিয়েছে। পঞ্চায়েত ভোটের আগে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে। সেকারণেই এই ধরনের ছবি পোস্ট করা হচ্ছে'।  তৃণমূলের অঞ্চল সহ-সভাপতি মহম্মদ বদরুজ্জোহারের পাল্টা দাবি, 'আমার রাজনৈতিক কেরিয়ার নষ্ট করার জন্য পরিকল্পনামাফিক এ কাজ করেছে কয়েকজন দুষ্কৃতীরা। তারা কোন দলের বলতে পারব না'।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.