Howrah: ফের আরপিএফের তত্‍পরতায় প্রাণ বাঁচল যাত্রীর, হাওড়ায় এবার চলন্ত ট্রেনে উঠতে গিয়ে..

Howrah:  রোমহর্ষক সেই ঘটনার ছবি ধরা পড়ল সিসিটিভি ক্য়ামেরায়।

Updated By: Dec 2, 2024, 06:19 PM IST
Howrah: ফের আরপিএফের তত্‍পরতায় প্রাণ বাঁচল যাত্রীর, হাওড়ায় এবার চলন্ত ট্রেনে উঠতে গিয়ে..

দেবব্রত ঘোষ: ফের দুর্ঘটনা রেলপথে। কার্যত ট্রেনের তলায় পড়ে যাচ্ছিলেন এক যাত্রী! তাঁকে উদ্ধার করলেন কর্তব্যরত  আরপিএফ জওয়ান। এবার হাওড়া স্টেশনে। রোমহর্ষক সেই ঘটনার ছবি ধরা পড়ল সিসিটিভি ক্য়ামেরায়।

আরও পড়ুন:  Jalpaiguri: সাঁকো ভাঙা! সাইকেল ঘাড়ে ঝুঁকি নিয়ে নদী পেরিয়ে স্কুলে যায় পড়ুয়ারা...

রেল সূত্রে খবর, ট্রেন ততক্ষণে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছিল। গতি বাড়ছে ধীরে ধীরে। হাওড়া স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে যান এক যাত্রী। কিন্তু ট্রেনের গতির সঙ্গে তাল রাখতে পারেননি তিনি। পা পিছলে পড়ে যান প্ল্যাটফর্ম আর ট্রেনের ফাঁকে! ঘটনার নজরে পড়ে যায় কর্তব্যরত আরপিএফ জওয়ানের। নিজের প্রাণে ঝুঁকি নিয়ে ওই যাত্রীকে উদ্ধার করেন তিনি। কবে? ৩০ নভেম্বর।

এর আগে, একই ঘটনা ঘটেছিল বর্ধমান। তখন গভীর রাত। সেবার ৫ নম্বর প্ল্যাটফর্মে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়েছিলেন এক প্রৌঢ়া। কিন্তু যথারীতি ট্রেনের গতির সঙ্গে তাল রাখতে পারেননি তিনিও। ফলে প্ল্যাটফর্মে নামলেও পা হড়কে পড়ে যান ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে! ওই প্রৌঢকে উদ্ধার করেন  নিভা কুমারী ও যোগেশ কুমার নামে দুই আরপিএফ কর্মী।

আরও পড়ুন:  WB Weather Update: হাড়কাঁপানো শীতের জন্য অপেক্ষা আর কতদিন? পিছন ছাড়বে বৃষ্টি!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.