Tehatta: সরকারি হাসপাতালের বিছানা থেকে পড়ে মৃত্যু সদ্যোজাতের! বিতর্ক...
কোথায় ছিলেন চিকিৎসক, নার্সরা? হাসপাতালের বেডেই নাকি প্রসব করেছিলেন মহিলা!
অনুপ কুমার দাস: ওটি কিংবা লেবার রুমে নয়, হাসপাতালে বেডেই জন্ম। আবার সেই বিছানা থেকে পড়েই প্রাণ হারাল সদ্যোজাত! মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্ট মহকুমা হাসপাতাল।
জানা গিয়েছে, প্রসূতির নাম সাথী ঘোষ। বাড়ি, নদিয়ার তেহট্টে। মঙ্গলবার তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর যথারীতি সন্তানের জন্ম দেন। কিন্তু জন্মের পরও মৃত্যু হল শিশুটির!
আরও পড়ুন: কল্যাণী AIIMS-এ নিয়োগে 'দুর্নীতি'; এবার বাঁকুড়ার বিজেপি বিধায়কের বাড়িতে সিআইডি
কেন এমন পরিণতি? পরিবারের লোকেদের অভিযোগ, হাসপাতাল ভর্তি কার্যত কোনও চিকিৎসাই হয়নি সাথীর। এমনকী, বৃহস্পতিবার রাতে যখন প্রসব যন্ত্রণা শুরু হয়, তখনও কোনও চিকিৎসক বা নার্সের দেখা মেলেনি! শেষপর্যন্ত হাসপাতালে বেডেই সন্তান প্রসব করেন সাথী এবং জন্মের পর শিশুটি বিছানা থেকে নিচে পড়ে যায়!
আরও পড়ুন: Bhatpara: ফের উত্তপ্ত ভাটপাড়া, বাড়ির সামনেই যুবককে গুলি করে খুন
এদিন সকালে ঘটনা জানাজানি হতে পরিবারের লোকেদের খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তখনও শিশুটি বেঁচে ছিল। চিকিৎসাও শুরু হয়েছিল, কিন্তু বাঁচানো যায়নি। বিকেলে মারা যায় সদ্যোজাত। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফলতির অভিযোগ তুলেছে পরিবারের লোকেরা।