দুই বন্ধুর বচসায় চলল গুলি, আশঙ্কাজনক প্রৌঢ়
গুলিবিদ্ধ অনুপম দাস ওরফে গোবিন্দের ভাতারের কাশীপুর বাজার এলাকায় একটি রেস্টুরেন্ট রয়েছে।
![দুই বন্ধুর বচসায় চলল গুলি, আশঙ্কাজনক প্রৌঢ় দুই বন্ধুর বচসায় চলল গুলি, আশঙ্কাজনক প্রৌঢ়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/02/06/174215-download.jpg)
নিজস্ব প্রতিবেদন: দুই বন্ধুর বচসা। আর তার জেরেই এক বন্ধুকে লক্ষ্য করে গুলি অপরজনরে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ববর্ধমানের ভাতারে। গুলিবিদ্ধ যুবককে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ অনুপম দাস ওরফে গোবিন্দের ভাতারের কাশীপুর বাজার এলাকায় একটি রেস্টুরেন্ট রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাঁর রেস্টুরেন্টে বসে ছিলেন বন্ধু সঞ্জয় চৌধুরী। একটি বিষয় নিয়ে অনুপম ও সঞ্জয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তা গড়ায় বচসাতে। প্রথমে বিষয়টিতে বিশেষ আমল দেননি স্থানীয়রা।
আরও পড়ুন: ‘পুলিস অফিসারকে বাঁচানো আদৌ লক্ষ্য নয় মমতার, বরং স্বার্থ নিজের’
অভিযোগ, কথা কাটাকাটির ফাঁকেই আচমকা অনুপম দাসকে লক্ষ্য করে গুলি চালান সঞ্জয়। অনুপমের বুকে গুলি লাগে। গুলির শব্দ শুনে স্থানীয় দোকানদাররা জড়ো হয়ে যান এলাকায়। অনুপমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরই ফাঁকে সুযোগ বুঝে এলাকা ছেড়ে চম্পট দেন সঞ্জয়।
অনুপম দাসের ছেলে সুব্রতর অভিযোগ, অনেকক্ষন সঞ্জয় মত্ত অবস্থায় তাঁদের দোকানে বসে অশালীন আচরণ করছিলেন। অনুপম বাধা দেওয়ায় তাঁকে লক্ষ্য করে গুলি চালান সঞ্জয়।