Jalpaiguri: পরীক্ষা চলাকালীন ক্লাস রুমেই সাপের ছোবল ছাত্রীকে!

Snake Bite in Jalpaiguri: ছাত্রীকে সাপের ছোবলের ঘটনাটি জেনেই দ্রুত ব্যবস্থা নেন স্কুল কর্তৃপক্ষ। ওই ছাত্রীর বোন ওই স্কুলেই পড়ে। তড়িঘড়ি তাকে ডেকে আনা হয়। তারপর সকলে মিলে অসুস্থ ছাত্রীকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Edited By: সৌমিত্র সেন | Updated By: Aug 5, 2023, 03:26 PM IST
Jalpaiguri: পরীক্ষা চলাকালীন ক্লাস রুমেই সাপের ছোবল ছাত্রীকে!

প্রদ্যুৎ দাস: পরীক্ষা চলাকালীন ক্লাসরুমেই সাপের ছোবলে আহত হল এক ছাত্রী। শনিবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি গার্লস হাইস্কুলে ঘটনাটি ঘটেছে। পড়ুয়াকে উদ্ধার করে স্কুল কর্তৃপক্ষ ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। 

আরও পড়ুন; Hooghly: নতুন সেপটিক ট্যাঙ্কে কাজ করতে গিয়ে মৃত্যু দুই শ্রমিকের...

সেখানেই পর্যবেক্ষণে রয়েছে ওই ছাত্রী। জানা গিয়েছে, সোয়া আকতার নামের দশম শ্রেণির ওই ছাত্রীর এদিন ইউনিট টেস্ট ছিল। ছিল জীবনবিজ্ঞানের পরীক্ষা। পরীক্ষা শুরুর অল্প কিছুক্ষণের মধ্যেই তাকে সাপ ছোবল মারে। ঘটনাটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুলে। সর্পদংশনের পর থেকেই অসুস্থ বোধ করে ওই ছাত্রী। 

ঘটনাটি জেনেই স্কুলের শিক্ষিকারা ব্যবস্থা নেন। ছাত্রীকে সাপের ছোবলের ঘটনাটি তাঁরা কর্তৃপক্ষকে জানান। ওই ছাত্রীর বোনও ওই স্কুলে পড়ে। তড়িঘড়ি তাকে ডেকে আনা হয়। তারপর সকলে মিলে ছাত্রীকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন; Uttar Dinajpur: ক্রমেই বাড়ছে স্ক্রাব টাইফাসের আতঙ্ক! ফের কি বড় ধরনের বিপর্যয় রাজ্যে?

স্কুল কর্তৃপক্ষ সাপটির ছবি তুলে হাসপাতালের চিকিৎসককে দেখান। সাপটি বিষহীন না বিষধর, তা নিয়ে অবশ্য সন্দেহের অবকাশ রয়েছে। হাসপাতালে ছাত্রীর চিকিৎসা শুরু করা হয়েছে। দিনভর পর্যবেক্ষণে রাখা হবে বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.