ট্রেনের শৌচালয়ে উদ্ধার মৃতদেহ, তদন্তে রেল পুলিস

রেল সূত্রে খবর, সোমবার ওই ট্রেনটি অনেক রাতে রাধিকাপুর স্টেশনে পৌঁছয়। টেনটি পরিষ্কার করার সময় জেনারেল কামরার বাথরুমে দেখতে ওই ব্যক্তির মৃতদেহ  পান সাফাই কর্মীরা।

Updated By: Jan 2, 2018, 05:25 PM IST
ট্রেনের শৌচালয়ে উদ্ধার মৃতদেহ, তদন্তে রেল পুলিস
নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা: ট্রেনের শৌচালয়ে মৃতদেহ! ২২৪৮৮ আপ আনন্দবিহার রাধিকাপুর ট্রেনের শৌচালয়ে মিলল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। মাঝ বয়সী ওই ব্যক্তির দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ায় রাধিকাপুর এলাকায়।

আরও পড়ুন- প্রশাসনের শীর্ষস্তরের হস্তক্ষেপ, স্বাভাবিকের পথে সরকারি হাসপাতালের বহির্বিভাগ পরিষেবা

রেল সূত্রে খবর, সোমবার ওই ট্রেনটি অনেক রাতে রাধিকাপুর স্টেশনে পৌঁছয়। টেনটি পরিষ্কার করার সময় জেনারেল কামরার বাথরুমে দেখতে ওই ব্যক্তির মৃতদেহ  পান সাফাই কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিস। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয় রায়গঞ্জ হাসপাতাল মর্গে।

আরও পড়ুন- পিকনিকে বচসা, বঁটির কোপে বন্ধুর হাতে বন্ধু খুন

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির কাছ থেকে গাজিয়াবাদ-এলাহাবাদের একটি দ্বিতীয় শ্রেণির অসংরক্ষিত টিকিট পাওয়া গিয়েছে। টিকিটটি ওই ব্যক্তির কিনা তাও খতিয়ে দেখছে রেল পুলিস। মৃত্যুর কারণ খুঁজছে পুলিস।

.