Accident: ভিতরে বসে বিডিও, গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর!

স্থানীয় সূত্রের খবর, মৃতের নাম রিন্টু মণ্ডল। বাড়ি, পশ্চিম মেদিনীপুরেরই সবংয়ের বড়খেলনা এলাকায়। দুটি গাড়িকেই আটক করেছে পুলিস।

Updated By: Sep 18, 2023, 04:26 PM IST
Accident: ভিতরে বসে বিডিও, গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর!

ই গোপী: ভিতরে তখন বসেছিলেন স্বয়ং বিডিও। তাঁর গাড়ির ধাক্কার রাস্তায় ছিটকে পড়লেন এক বাইক আরোহী! তারপর? হাসপাতালে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করলেন চিকিৎসকরা। দুর্ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের পিংলায়।

আরও পড়ুন: Murshidabad: মর্মান্তিক! সেপটিক ট্যাংকে পড়ে মৃত্যু ৪ শ্রমিকের

স্থানীয় সূত্রের খবর, মৃতের নাম রিন্টু মণ্ডল। বাড়ি, পশ্চিম মেদিনীপুরেরই সবংয়ের বড়খেলনা এলাকায়। ঘড়িতে তখন এগারোটা। এদিন সকালে বাইকে করে পটাশপুর থেকে পিংলার দিকে যাচ্ছিলেন তিনি। 

কীভাবে দুর্ঘটনা? প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উল্টো পথে  ডেবরার থেকে পটাশপুরের দিকে যাচ্ছিল একটি গাড়ি। গাড়িতে ছিলেন পটাশপুর ১ নম্বর ব্লকের বিডিও। স্থানীয় ১২ মাইল এলাকায় বিডিও গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের। যিনি বাইক চালাচ্ছিলেন, সেই রিন্টু মণ্ডল ছিটকে পড়েন রাস্তায়! এরপর রক্তাক্ত অবস্থায় পিংলা গ্রামীণ হাসপাতালে নিয়ে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দুটি গাড়িকেই আটক করেছে পুলিস।

আরও পড়ুন: ১ আসনে বাজিমাত! বিজেপির হাত থেকে পঞ্চায়েত ছিনিয়ে নিল তৃণমূল

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.