Facebook পোস্টের সূত্র ধরে অভিযানে ৯০টি কচ্ছপ উদ্ধার করল বনদফতর, গ্রেফতার ১

বন দফতরের কর্মীদের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানোর সিদ্ধান্ত নেন তারা। যদিও খোলা বাজারে কচ্ছপ বিক্রির ছবি বেশ কয়েকদিন ধরেই ছড়িয়েছিল স্থানীয় কয়েকটি ফেইসবুক গ্রুপে। তার পরই এদিনের অভিযান।

Updated By: Oct 11, 2019, 02:20 PM IST
Facebook পোস্টের সূত্র ধরে অভিযানে ৯০টি কচ্ছপ উদ্ধার করল বনদফতর, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদন: দিনের পর দিন প্রকাশ্য দিবালোকে বিক্রি হচ্ছিল বিপন্ন প্রজাতির কচ্ছপ। শুক্রবার সাত সকালে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর বাজারে হানা দিয়ে কচ্ছপ উদ্ধারের পাশাপাশি ১ ব্যক্তিকে গ্রেফতার করল বন দফতর। উদ্ধার হয়েছে ৯০টি জ্যান্ত ইন্ডিয়ান সফট শেল টার্টল প্রজাতির কচ্ছপ। 

 

ঠাকুরনগর বাজারে ভাল কচ্ছপ মেলে সেকথা চত্বরে বেশ প্রচারিত। কচ্ছপ কিনতে বহু দূর থেকেও মানুষ আসেন ঠাকুরনগর বাজারে। দিনের পর দিন সেখানে প্রকাশ্যে পুলিসের নাকের ডগায় চলে আসছিল এই নিষিদ্ধ কারবার। স্থানীয় গাইঘাটা থানায় অভিযোগ জানিয়েও কাজ হয়নি বলে দাবি স্থানীয় পরিবেশকর্মীদের। শুক্রবার সকালে সেখানেই হানা দেন বনদফতরের কর্মীরা। উদ্ধার করেন ৯০টি কচ্ছপ। 

 

অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করুন, জিয়াগঞ্জ কাণ্ডে মমতার কাছে আর্জি ওয়েইসির

বন দফতরের কর্মীদের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানোর সিদ্ধান্ত নেন তারা। যদিও খোলা বাজারে কচ্ছপ বিক্রির ছবি বেশ কয়েকদিন ধরেই ছড়িয়েছিল স্থানীয় কয়েকটি ফেইসবুক গ্রুপে। তার পরই এদিনের অভিযান। সংরক্ষিত প্রজাতির প্রাণীর অবৈধ ব্যবসায় জড়িত থাকায় প্রভাস বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বন দফতর। তাঁকে বনগাঁ আদালতে পেশ করা হয়েছে। 

.