জম্মুতে পালানোর ছক! NJP-তে আরপিএফের হাতে ধৃত ৫ বাংলাদেশি রোহিঙ্গা

ধৃতরা বাংলাদেশের কাটুকফালাং রোহিঙ্গা ক্যাম্প থেকে ১০ জানুয়ারি পালিয়ে যায়।

Updated By: Jan 12, 2021, 08:48 PM IST
জম্মুতে পালানোর ছক! NJP-তে আরপিএফের হাতে ধৃত ৫ বাংলাদেশি রোহিঙ্গা
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গ্রেফতার করা হল ৫ বাংলাদেশি রোহিঙ্গাকে। এদিন NJP স্টেশনে ৫ রোহিঙ্গাকে গ্রেফতার করে আরপিএফ। ধৃত ৫ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন মহিলা।

রেল পুলিস সূত্রে খবর, ধৃতরা হল আব্দুল মল্লিক, সোফিয়া বেগম, ইনায়াত রহমান, মহম্মদ হাসান এবং সামসিরা বেগম। জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এদিন NJP স্টেশনে অভিযান চালায় আরপিএফ। তখনই এনজিপি স্টেশন থেকে ওই ৫ জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা বাংলাদেশের কাটুকফালাং রোহিঙ্গা ক্যাম্প থেকে ১০ জানুয়ারি পালিয়ে যায় বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন, BJP-র ৭ সাংসদ TMC-তে যোগ দেবেন, লাইনে দলত্যাগী বিধায়করাও : Jyotipriya

এরপর তারা ইন্দো-বাংলাদেশ সীমান্ত পার করে প্রথমে ত্রিপুরার আগরতলায় পৌঁছায়। সেখান থেকে ভুয়ো পরিচয় দিয়ে টিকিট কাটে। তারপর ১১ জানুয়ারি রাতে আগরতলা থেকে ট্রেনে ওঠে। দিল্লির উদ্দেশে রওনা দেয় তারা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত ওই ৫ রোহিঙ্গার জম্মুতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিস।

আরও পড়ুন, পরিবার স্বাস্থ্যসাথী করেছে, সুযোগ পেলে আমিও করব: Dilip, দল মুছে যাওয়ার আগে সারেন্ডার: Anubrata

Tags:
.