তিন আদিবাসী নাবালিকার রহস্য মৃত্যু, পুকুর থেকে উদ্ধার দেহ

মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে।

Updated By: Jul 15, 2021, 11:56 AM IST
 তিন আদিবাসী নাবালিকার রহস্য মৃত্যু, পুকুর থেকে উদ্ধার দেহ

নিজস্ব প্রতিবেদন: তিন আদিবাসী নাবালিকার রহস্য মৃত্যু। স্থানীয় পুকুর থেকে উদ্ধার মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে জলপাইগুড়ির রায়পুরে তীব্র উত্তেজনা। দেহগুলো ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। 

জানা গিয়েছে, বুধবার দুপুরে বাড়ি থেকে বের হয় ওই তিন নাবালিকা। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও বাড়ি ফেরে না তারা। বিকেল হয়ে গেলেও তারা বাড়ি না ফিরলে চিন্তিত হয়ে পড়েন অভিভাবকরা। এরপরই তিন নাবালিকার খোঁজ শুরু হয়। খুঁজতে বের হয় স্থানীয় যুবকরা। খুঁজতে খুঁজতে স্থানীয় একটি পুকুর পাড়ে তাদের জুতো দেখতে পাওয়া যায়। এরপর গ্রামের যুবকরা পুকুরে নেমে খোঁজা শুরু করলে, নাবালিকাদের দেহ উদ্ধার করেন। 

আরও পড়ুন: Sanitizer জোগানের নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার আরও ১

আরও পড়ুন: বকখালিতে ভয়াবহ ট্রলার ডুবি, উদ্ধার ৯ মৎস্যজীবীর দেহ

মৃতাদের পরিবার সূত্রে খবর, তারা কেউ সাঁতার জানত না। তাই কী কারণে পুকুরে নেমেছিল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিস। দেহগুলোকে  জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় স্বভাবতই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

.