সার্কিট হাউজে মুখ্যমন্ত্রী, পিছনের জঙ্গলে ৩ চিতাবাঘের 'টহলদারি'!
কার্শিয়ংয়ে সার্কিট হাউজে উঠেছেন মুখ্যমন্ত্রী। বুধবার রাতে সেই সার্কিট হাউজের পিছনের জঙ্গলেই ক্যামেরাবন্দি হয় চিতাবাঘ।
সুতপা সেন: মুখ্যমন্ত্রী যে সার্কিট হাউসে রয়েছেন, তাঁর পিছনের জঙ্গলেই দেখা মিলল চিতাবাঘের। একটি নয়। একেবারে তিন-তিনটি চিতাবাঘ। মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী এক অফিসারের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি।
২১ অক্টোবর থেকে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক সেরে বর্তমানে তিনি কার্শিয়ংয়ে রয়েছেন। কার্শিয়ংয়ে সার্কিট হাউজে উঠেছেন মুখ্যমন্ত্রী। বুধবার রাতে সেই সার্কিট হাউজের পিছনের জঙ্গলেই ক্যামেরাবন্দি হয় চিতাবাঘ। একটি নয়, তিন-তিনটি চিতাবাঘকে দেখা যায় জঙ্গলের মধ্যে গাছের আড়ালে বসে রয়েছে। চিতাবাঘ দেখতে পেয়ে তার ছবি তুলেছেন মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী অফিসার স্বরূপ গোস্বামী। দেখুন সেই ছবি-
প্রসঙ্গত, আজই পাহাড় সফরের শেষদিন। পাহাড় সফরের শেষদিনের সকালবেলা পায়ে হেঁটে বেশ খানিকটা ঘুরে বেড়ান মুখ্যমন্ত্রী। ঘুরে দেখেন কার্শিয়ংয়ে নেতাজি মিউজিয়াম। রাজ্য সরকারের তরফে এই মিউজিয়ামটির সংস্কার করা হয়েছে। সংগ্রহশালা ঘুরে নেতাজির ছবিতে মালা দেন তিনি।
আরও পড়ুন, "আমাকে বলো না যে কাজ চলছে! কবে শেষ হবে? এটা নাটক হচ্ছে?" কড়া ধমক মুখ্যমন্ত্রীর
আরও পড়ুন, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য সরকারি প্রকল্পে ২ বছরের ইন্টার্নশিপ! বিজেপি বলল, 'ভাঁওতাবাজি'
নেতাজি মিউজিয়াম ঘুরে মুখ্যমন্ত্রী বলেন, "আজ পর্যন্ত জানলাম না নেতাজি কোথায় ছিলেন! এই জায়গায় নেতাজি ২ বছর গৃহবন্দি ছিলেন। খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল বাড়িটির। এটিকে হেরিটেজ ঘোষণা করেছে রাজ্য সরকার। ভালো করে সংস্কার করা হয়েছে। আমি তাই আজ দেখতে এসেছি।" এর পাশাপাশি, টয়ট্রেনে পর্যটকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে।