ঘুষ নেওয়ার সময় শিলিগুড়িতে ধৃত ৩ ভুয়ো CID অফিসার

ভুয়ো ডাক্তারের পর এবার জালে ভুয়ো CID অফিসার। শিলিগুড়িতে ধৃত ৩। সার ব্যবসায়ীর থেকে ঘুষ নেওয়ার সময় তাদের হাতেনাতে গ্রেফতার করে পুলিস।

Updated By: Jun 14, 2017, 08:59 AM IST
ঘুষ নেওয়ার সময় শিলিগুড়িতে ধৃত ৩ ভুয়ো CID অফিসার

ওয়েব ডেস্ক : ভুয়ো ডাক্তারের পর এবার জালে ভুয়ো CID অফিসার। শিলিগুড়িতে ধৃত ৩। সার ব্যবসায়ীর থেকে ঘুষ নেওয়ার সময় তাদের হাতেনাতে গ্রেফতার করে পুলিস।

দার্জিলিংয়ের ছটহাটের বাসিন্দা, পেশায় সার ব্যবসায়ী মহম্মদ মেহেবুব আলম  ফাঁসিদেওয়া থানায় অভিযোগ করেন, গত মাসের ২৫ তারিখ সকাল সাড়ে ১০টা নাগাদ নিজেদের CID অফিসার পরিচয় দিয়ে তাঁর দোকানে আসেন ৫ ব্যক্তি। তল্লাসির নামে ভয় দেখিয়ে তাঁর থেকে নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা নিয়ে যায় তারা। এখানেই শেষ নয়। গুদামে মেয়াদ উত্তীর্ণ সার রাখার অভিযোগে আরও ১ লক্ষ টাকা দাবি করে ওই ৫ জাল CID অফিসার।

অভিযোগ পেয়ে ভুয়ো সিআআডি অফিসার ধরতে ছক কষেন গোয়েন্দারা। ঘুষের বাকি টাকা দেওয়ার নাম করে ৫ জাল CID অফিসারকে ডেকে পাঠান ব্যবসায়ী। তখনই সিআইডির পাতা ফাঁদে ধরে পড়ে যায় সুবোধ কুমার রায়, ভরত দাস এবং রঞ্জিত্‍ চৌধুরী নামে ৩ জন। আরও দুজন পলাতক।

আরও পড়ুন, CBI অফিসার সেজে ডাকাতি বসিরহাটে ব্যবসায়ীর বাড়িতে

.