চির নূতনেরে দিল ডাক, পঁচিশে বৈশাখ
আজ রাজ্যজুড়ে কেবলই রবীন্দ্র আবহ৷ সকাল থেকেই বিভিন্ন জায়গায় অনুষ্ঠান, প্রভাতফেরি৷
নিজস্ব প্রতিবেদন: ‘আজি হতে শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি, কৌতুহল ভরে৷’ জন্মের ১৫৭ বছর পরও বাঙালির মননে, সাংস্কৃতিক উত্তরাধিকারে একইভাবে প্রাসঙ্গিক কবিগুরু৷ তাই ক্যালেন্ডারে যতই বুধবার বলুক, আজকের দিনটি আসলে 'রবিবার'৷ আজ ২৫ বৈশাখ, রাজ্য গা ভাসিয়েছে রবীন্দ্র আবহে৷ সকাল থেকেই বিভিন্ন এলাকায় অনুষ্ঠান, প্রভাতফেরির মাধ্যমে শুরু হয়েছে কবি প্রণাম৷
রবীন্দ্র আবহের কথা বলতে গেলে, প্রথমেই বলতে হয় শান্তিনিকেতনের কথা। আজ সেখানে উত্সবের আমেজ। শান্তিনিকেতনে এবার পঁচিশে বৈশাখে বাড়তি পাওনা রবি ঠাকুরের নিজের গাওয়া গান৷ এদিন উত্তরায়নের শ্যামলী গৃহপ্রাঙ্গনে বৈদিক মন্ত্রোচ্চারণ দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান৷ শান্তিনিকেতন উপাসনাগৃহে বেদের স্তোত্র পাঠ ও রবীন্দ্র সঙ্গীতের মধ্যেদিয়ে গুরুদেবকে স্মরণ করা হয়৷
কথা-গান-কবিতায় জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতেও আজ রবিস্মরণ সামিল হয়েছেন গুণমুগ্ধেরা৷ প্রভাতী অনুষ্ঠানে অংশ নিয়েছেন বহু বিশিষ্ট শিল্পী৷ ভবানীপুরেও রবীন্দ্র সঙ্গীত, আবৃত্তির মধ্যমে ২৫ বৈশাখ পালিত হচ্ছে৷