ই-মনোনয়নের স্বীকৃতিকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যাচ্ছে কমিশন

২৩ এপ্রিল বেলা ৩টে পর্যন্ত ইমেলের মাধ্যমে জমা দেওয়া সকল মনোনয়গুলিকে গ্রাহ্য করার জন্য কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

Updated By: May 8, 2018, 10:00 PM IST
ই-মনোনয়নের স্বীকৃতিকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যাচ্ছে কমিশন

নিজস্ব প্রতিবেদন : পঞ্চায়েত ভোটে ই-মনোনয়নকে স্বীকৃতি দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বুধবার সুপ্রিমকোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে।

আরও পড়ুন, পঞ্চায়েত নিরাপত্তায় অখুশি আদালত, চূড়ান্ত রায় বৃহস্পতিবার

ভাঙড়ের ৯ প্রার্থীর ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জমা দেওয়া মনোনয়নকে স্বীকৃতি দেয় হাইকোর্ট। তারপরই ইমেলের মাধ্যমে জমা দেওয়া দলীয় প্রার্থীদের মনোনয়নগুলিকে গ্রহণ করার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয় বামেরা। তারা অভিযোগ করে, শাসকদলের হিংসার কারণে ২৩ এপ্রিল (বর্ধিত দিনে) মনোনয়ন জমা দিতে পারেননি অনেক বাম প্রার্থী। ইমেলের মাধ্যমে মনোনয়ন জমা দেন তাঁরা। সেই মনোনয়গুলিকে স্বীকৃতি দেওয়া হোক।

আরও পড়ুন, আদালতের রায়ে কি বীরভূমে উল্টে যেতে পারে পঞ্চায়েত 'ভোটের ফল'?

এদিন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ বামেদের সেই দাবিকে মেনে দেয়। ই-মনোনয়নকে বৈধতা দেন বিচারপতি সমাদ্দার। ২৩ এপ্রিল বেলা ৩টে পর্যন্ত ইমেলের মাধ্যমে জমা দেওয়া সকল মনোনয়গুলিকে গ্রাহ্য করার জন্য কমিশনকে নির্দেশ দেয় আদালত।

আরও পড়ুন, আবার ছাপাতে হবে লক্ষ লক্ষ ব্যালট, ১৪ মে পঞ্চায়েত ভোট ঘিরে আরও জটিল হল অঙ্ক!

.