রিষড়া জুটমিলে ১৫০ কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণা, তল্লাশিতে সিবিআই
২ বছরের মধ্যে শোধ করা হবে এই চুক্তিতে ব্যাঙ্ক থেকে ১৫০ কোটি টাকা ঋণ নেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদন: ব্যাঙ্ক প্রতারণায় এবার নাম জড়াল রিষড়ার হেস্টিংস জুটমিলের। অভিযোগ, রিষড়ার হেস্টিংস জুটমিলের এক সিনিয়র অফিসার ১৫০ কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণার সঙ্গে যুক্ত। এই ঘটনায় বৃহস্পতিবার হেস্টিংস জুটমিলে তল্লাশি চালাল সিবিআই।
আরও পড়ুন, রাজ্যে দূরস্ত দূর শিক্ষা
২০১২ সালে হেস্টিং জুটমিলের সিনিয়র অফিসার সোমনাথ বন্দ্যোপাধ্যায় সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে ১৫০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। ব্যবসা সম্প্রসারণের কারণ দেখিয়ে ঋণ নেন তিনি। চুক্তি অনুযায়ী, ২০১৪ সালের মধ্যে সেই টাকা ফেরত দেওয়ার কথা ছিল।
আরও পড়ুন, আসানসোলে যেতে বাধা বাবুল-লকেটকে; পথে আটকাল পুলিস
কিন্তু সময় পেরিয়ে গেলেও সোমনাথ বন্দ্যোপাধ্যায় ঋণের টাকা শোধ করেননি বলে অভিযোগ। এরপরই তাঁর বিরুদ্ধে রিষড়া থানায় অভিযোগ দায়ের হয়। পরে তদন্তভার হাতে নেয় সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে দু দফায় নোটিস পাঠানো হয় সোমনাথ বন্দ্যোপাধ্যায়কে।
আরও পড়ুন, কাটল জট, এসইজেড ছাড়াই নিউটাউনে জমি নিল ইনফোসিস
কিন্তু নোটিসের সদুত্তর না পেয়ে, এরপরই এদিন সকালে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ১৬ জনের একটি প্রতিনিধি দল জুটমিলে তল্লাশি চালায়। তল্লাশিতে ওই জুটমিল থেকে বেশকিছু হার্ডডিস্ক বাজেয়াপ্ত করেছে সিবিআই।