গ্রামে বিপত্তারিণী পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ শিশু-সহ ১০০ জন

ওষুধ দেওয়া হয়। গ্রামবাসীরা জানান, প্রতিবারের মতো এবারও বিপত্তারিণী পুজো হয়েছিল গ্রামে।

Updated By: Jun 28, 2020, 04:52 PM IST
গ্রামে বিপত্তারিণী পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ শিশু-সহ ১০০ জন

নিজস্ব প্রতিবেদন:  গ্রামে ঘটা করে পালন করা হয়েছিল বিপত্তারিণী পুজো। আর সে পুজোয় প্রসাদ ও চরণামৃত খেয়ে অসুস্থ প্রায় একশো জন। যার মধ্যে অনেক শিশু রয়েছে। ঘটনাটি ঘটেছে জগৎবললভপুর থানার  মধ্য মাজু গ্রামে।

ইতিমধ্যে বেশ কয়েকজনকে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রবিবার ওই গ্রামে যান ব্লক স্বাস্থ্য আধিকারিক-সহ স্বাস্থ্য কর্মীরা। বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেন। ওষুধ দেওয়া হয়। গ্রামবাসীরা জানান, প্রতিবারের মতো এবারও বিপত্তারিণী পুজো হয়েছিল গ্রামে।

আরও পড়ুন: আগামী ২-৩ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ৬ জেলায় বজ্রপাত! সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

এই পুজোর প্রসাদ ও চরণামৃত যাঁরাই খেয়েছেন তাঁরাই অসুস্থ হয়ে পড়েন। শনিবার  রাত থেকেই শুরু হয় বমি, পায়খানা।
প্রচণ্ড  জ্বরও আসে অনেকের। প্রত্যেকেই কাহিল হয়ে পড়েছেন। কীভাবে প্রসাদে বিষক্রিয়া ঘটল, তা স্বাস্থ্যকর্মীরা খতিয়ে দেখছেন।
 

Tags:
.