অস্ট্রেলিয়া সফরে জায়গা করে নিতে হবে জাহিরকে

অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত ভারতীয় দলে নাম থাকবে জাহির খানের, কিন্তু সেটা হবে শর্ত সাপেক্ষ । তাঁকে রঞ্জি খেলে ফিট হওয়ার প্রমাণ দিতে হবে ।

Updated By: Nov 21, 2011, 04:25 PM IST

অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত ভারতীয় দলে নাম থাকবে জাহির খানের, কিন্তু সেটা হবে শর্ত সাপেক্ষ । তাঁকে রঞ্জি খেলে ফিট হওয়ার প্রমাণ দিতে হবে । তাঁর ফিটনেস দেখে তারপর তাঁকে দলে অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা । চলতি মাসের ছাব্বিশ তারিখ অস্ট্রেলিয়া সফরের জন্য দল বাছাই করতে বসবেন নির্বাচকরা। এই মাসেই ওড়িশার বিরুদ্ধে মু্ম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে খেলবেন জাহির।
 

.