বড়ম্যাচে ফের বিদ্যুত্ বিভ্রাট যুবভারতীতে
আবার লজ্জার মুখে কলকাতা। বড়ম্যাচ চলাকালীন বিদ্যুত্ বিভ্রাট হল যুবভারতীতে। বড়ম্যাচের পঁচাশি মিনিটে মাঠের আলো চলে যায়।
আবার লজ্জার মুখে কলকাতা। বড়ম্যাচ চলাকালীন বিদ্যুত্ বিভ্রাট হল যুবভারতীতে। বড়ম্যাচের পঁচাশি মিনিটে মাঠের আলো চলে যায়। প্রায় পনেরো মিনিট বন্ধ থাকার পর আলো জ্বলে। সল্টলেক সেক্টর তিনের এম থ্রি সাব স্টেশনের লাইনে ট্রিপ হওয়ার ফলে যুবভারতীতে আলো নিভে যায়। সুইচিং সমস্যায় লাইন ট্রিপ হয়েছিল। দীর্ঘদিন পর মাঠে লক্ষাধিক দর্শক এসেছিলেন। মোহনবাগান ক্লাবের তরফ আগেই অন্তর্ঘাতের অভিযোগ করা হয়েছিল।শেষ পর্যন্ত তাঁদের আশঙ্কাই সত্যি হল। এর আগে মেসি ম্যাচের সময় মাঠে জেনারেটরের ব্যাবস্থা হয়েছিল। পরিবর্ত হিসাবে ছিল বিদ্যুত্পর্ষদের লাইন। ক্রিড়ামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যুবভারতীতে আর বিদ্যুত্বিভ্রাট হবে না। দেখা গেল আশ্বাসই সার। কোনও কাজের কাজ হয়নি। ক্রীড়ামন্ত্রী মদন মিত্রর দাবি এটা অন্তর্ঘাত নয়, যান্ত্রিক ত্রুটি। মোহনবাগান সচিব অঞ্জন মিত্র আবার দাবি করেছেন অন্তর্ঘাত হয়েছে।