জশপ্রীত বুমরাহর সামনে নতুন চ্যালেঞ্জ! টার্গেট ঠিক করে দিলেন যুবরাজ সিং

অ্যান্ডারসনের এই কীর্তিকে কুর্নিশ জানিয়েছেন ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহ থেকে যুবরাজ সিং।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Aug 26, 2020, 06:02 PM IST
 জশপ্রীত বুমরাহর সামনে নতুন চ্যালেঞ্জ! টার্গেট ঠিক করে দিলেন যুবরাজ সিং
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন:  মঙ্গলবার সাউদাম্পটনে পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্টের পঞ্চম দিনে আজহার আলিকে আউট করতেই ইতিহাসে নাম তুলেছেন জেমস অ্যান্ডারসন।
 প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেছেন তিনি। অ্যান্ডারসনের এই কীর্তিকে কুর্নিশ জানিয়েছেন ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহ থেকে যুবরাজ সিং। সেই সঙ্গে যুবি জশপ্রীত বুমরাহর জন্য টার্গেট ঠিক করে দিলেন। সেটাই এখন চ্যালেঞ্জ বুমরাহর সামনে।

৬০০ উইকেট নেওয়া অ্যান্ডারসনকে শুভেচ্ছা জানিয়ে জশপ্রীত বুমরাহ টুইট করে লেখেন, " জিমি তোমার এই অনবদ্য কীর্তির জন্য অভিনন্দন। তোমার খেলার প্রতি এই যে ভালোবাসা, উদ্যম সত্যিই অতুলনীয়। ৬০০ উইকেট এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল।"

এরপরেই যুবরাজ সিং বুমরাহর টুইটের উত্তরে লেখেন , তোমার টার্গেট অন্তত ৪০০!  এখন পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ১৪টি টেস্ট খেলেছেন জশপ্রীত বুমরাহ। ৬৮টি উইকেট নিয়েছেন ২৬ বছর বয়সী এই ভারতীয় পেসার।

আরও পড়ুন - ধোনির অবসর প্রসঙ্গে BCCI-এর সমালোচনা করায় সাকলাইনকে সতর্ক করল PCB

.