যুবভারতীতে খেলতে চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সবুজ মেরুন
Updated By: Apr 10, 2015, 08:39 PM IST
ওয়েব ডেস্ক: মে মাসে আই লিগের দুটো হোম ম্যাচ যুবভারতীতে খেলতে চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপ চাইল মোহনবাগান।এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে সবুজ-মেরুন। এক দশকেরও বেশি সময়ের পর লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে বাগান। মে মাসের ২০ ও ২৩ তারিখ ঘরের মাঠে সোনি, বোয়াদের ম্যাচ রয়েছে রয়্যাল ওয়াইন্ডো ও স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। তবে সেই সময় যুবভারতীতে টার্ফ পরিবর্তনের কাজ শুরু হওয়ার কথা। তাই সেই ২ টি ম্যাচ সঞ্জয় ব্রিগেডকে খেলতে হতে পারে বারাসতে। তবে লিগের গুরুত্বপূর্ণ সময় ম্যাচ ২ টি যুবভারতীতে খেলতে চাইছেন মোহনবাগান কর্তারা। তাই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে সবুজ মেরুন।
বারাসত স্টেডিয়ামে শেষ ম্যাচে আটকে গিয়েছিল মোহনবাগান। লিগের শেষ ল্যাপে তাই মোহনবাগানের পছন্দের মাঠ যুবভারতী।