দেবীপক্ষের শুরুতে যুব অলিম্পিকে বাঙালি কন্যার রুপো জয়
ফাইনাল রাউন্ডে একটা সময় চার নম্বরে নেমে গিয়েছিলেন মেহুলি। সেখান থেকে চলে এসেছিলেন সোনা জয়ের একেবারে কাছাকাছি।
নিজস্ব প্রতিবেদন : দেবীপক্ষের শুরুতে প্রায় ইতিহাসে পৌঁছে গিয়েছিলেন এক বাঙালি কন্যা। হয়তো প্রথম ভারতীয় হিসেবে যুব অলিম্পিকে ব্যক্তিগত সোনা জয়ের নজির গড়ে ইতিহাসে নাম তুলে রাখতে পারতেন হুগলির বৈদ্যবাটির মেহুলি ঘোষ। এবারও তীরে এসে তরী ডুবল। বুয়েনস আয়ার্সে অনুষ্ঠিতযুব অলিম্পিকে সোনা হাতছাড়া করলেন বাঙালি শুটার। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রুপোলী মেহুলি হয়েই থাকতে হল তাঁকে।
Silver for Mehuli Ghosh at YOG Bunes Aires!!. India’s second silver in two events. We lead the medal table in shooting thus far! pic.twitter.com/iZtJIf58v7
— Raninder Singh (@RaninderSingh) October 8, 2018
সোমবার ফাইনাল রাউন্ডে যখন তিনি শেষ শুটে যাচ্ছেন তখন, সোনা প্রায় হাতের মুঠোয়(০.৬ পয়েন্টে এগিয়ে)। বাঙালির হাত ধরে অলিম্পিকে সোনা আসবে, এই স্বপ্ন যখন সবে দানা বাঁধতে শুরু করেছে, তখনই বিপর্যয়। শেষ শুটে মাত্র ৯.১ পয়েন্ট স্কোর করে যুব অলিম্পিকে সোনা হাতছাড়া করলেন। ২৪৮ পয়েন্ট স্কোর করলেন তিনি। সোনা জিতলেন ডেনমার্কের স্টেফানি গ্রুন্ডসোয়ি (২৪৮.৭ পয়েন্ট)। ফাইনাল রাউন্ডে একটা সময় চার নম্বরে নেমে গিয়েছিলেন মেহুলি। সেখান থেকে চলে এসেছিলেন সোনা জয়ের একেবারে কাছাকাছি। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না।
Our 17 yr-old star #TOPSAthlete @GhoshMehuli won a SILVER medalin women’s 10m air rifle #Shooting event at @BuenosAires2018 with a score of 248. Kudos on the stupendous show!It’s India’s 3rd medal here thus overhauling the 2014 #YOG tally.#IndiaAtYOG @OfficialNRAI #KheloIndia pic.twitter.com/J8HgQwnZtM
— SAIMedia (@Media_SAI) October 8, 2018
এশিয়ান গেমসে ভারতীয় দলে ছিলেন না মেহুলি ঘোষ। এর পরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে লড়াই করে হেরে যান তিনি। তার পরেই ছিল এই যুব অলিম্পিক। যেখানে পদক জয়কেই পাখির চোখ করেছিলেন কমনওয়েলথ গেমসে রুপো জয়ীর মেহুলি। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসেও একটুর জন্য সোনা হাতছাড়া করেছিলেন বাঙালি কন্যা। অস্ট্রেলিয়া থেকে আর্জেন্টিনা ছবিটা বদলালো না। ফাইনালের আগের রাতে একটু নার্ভাসই ছিলেন মেহুলি। ফোন করে সেই কথা কোচ জয়দীপ কর্মকারকে বলেছিলেন তিনি। শুটিং থেকে মন সরাতে জয়দীপ মহালয়া আর দেবীপক্ষের কথা বলে শুভ ইঙ্গিত দিয়েছিলেন। সোনা হাতছাড়া হলেও মেহুলির জন্য গর্বিত তাঁর কোচ জয়দীপ কর্মকার। ফোনে বলছিলেন, " মহালয়ার দিন সকালে চণ্ডীপাঠ শুনে ঘুম ভেঙেছিল। রাতে এক বাঙালি মেয়ের বিশ্বজয়ে চমকে উঠলাম। এভাবেই দেবীপক্ষ শুরু। মেহুলি যা করে দেখাল তা এর আগে কেউ করেনি। মেহুলির জন্য গর্বিত।"
Many congratulations to @GhoshMehuli ! What a wonderful performance ! Congratulations to coach Suma and @Joydeep709 for their wonderful work. pic.twitter.com/jwhmBhMlit
— Abhinav Bindra OLY (@Abhinav_Bindra) October 8, 2018